নিউজ শর্ট ডেস্ক: নিয়ম মেনে প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারেই সামনে আসে বাংলা সিরিয়ালগুলি (Bengali Serial) টিআরপি তালিকা। কিন্তু এই সপ্তাহের বৃহস্পতিবার ছিল ঈদ। তাই একদিন পিছিয়ে শুক্রবারেই প্রকাশ্যে এলো সাপ্তাহিক টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point)। প্রসঙ্গত এই সপ্তাহেও বেঙ্গল টপারের সিংহাসন হাতছাড়া হল ছোট পর্দার জ্যাস সান্যালের।
তাছাড়া এই সপ্তাহে অন্যান্য ধারাবাহিক গুলির টিআরপি-ও যথেষ্ট কম। তবে সারা সপ্তাহ ধরে ধারাবাহিকের প্রতিটি পর্বে টানটান উত্তেজনার পর্ব দেখিয়ে এই সপ্তাহেও টিআরপি তালিকায় একচেটিয়া ভাবে সেরার সেরা হয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে দত্ত পরিবারের ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)।
এই সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে উঠেছে ৭.৭ নম্বর। আর তারপরেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki)। এই সপ্তাহে ফুলকি পেয়েছে ৭.৬। আর তারপরেই এই সপ্তাহেও তৃতীয় স্থানে ছিটকে গিয়েছে জি বাংলার সুপারহিট ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)।
এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৫। তাই বোঝাই যাচ্ছে টিআরপি তালিকার প্রথম তিনে এই সপ্তাহেও জি বাংলার সিরিয়াল গুলোরই জয়জয়কার। যদিও প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপি তালিকায় চতুর্থ স্থানে নাম রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি’র।
আরও পড়ুন: পর্ণাকে জড়িয়ে ধরলে শ্বেতার খারাপ লাগে? জবাবে যা বললেন ‘সৃজন’ রুবেল
এই সপ্তাহেও এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭। এর পরেই ৬.৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক। তারপরেই অবশ্য বেশ কিছু নম্বরের ব্যবধানে ষষ্ঠ স্থান দখল করেছে স্টার জলসার ‘কথা’। এই সপ্তাহে এই ধারাবাহিকের নম্বর ৬.৪।
একঘেয়ে বিরক্তিকর গল্প দেখে এই সপ্তাহে আবার নম্বর কমেছে স্টার জলসার অনুরাগের ছোঁয়ার। তবে এই সপ্তাহে জি বাংলার ‘মিঠিঝোড়া’কে হারিয়ে স্লট লিড করে করেছে এই ধারাবাহিক। এই সপ্তাহে অনুরাগের ছোঁয়া পেয়েছে ৬.৯ নম্বর। আর তারপরেই এই সপ্তাহে ৫.৬ স্কোর নিয়ে ট্রেন্ডিংয়ে রয়েছে স্টার জলসার ‘জল থই থই ভালোবাসা’। আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা।
প্রথম – নিম ফুলের মধু ৭.৭
দ্বিতীয় – ফুলকি ৭.৬
তৃতীয় – জগদ্ধাত্রী ৭.৫
চতুর্থ – গীতা LLB ৭.০
পঞ্চম – কোন গোপনে মন ভেসেছে ৬.৯
ষষ্ঠ – কথা ৬.৪
সপ্তম – অনুরাগের ছোয়া ৫.৯
অষ্টম – জল থই থই ভালোবাসা ৫.৬
নবম – কার কাছে কই মনের কথা ৫.৪
দশম – বধূয়া ৫.২