নিউজ শর্ট ডেস্ক: এয়ার হোস্টেস (Air Hostess) অর্থাৎ বিমান সেবিকা হাওয়া অধিকাংশ মেয়ের কাছে স্বপ্নের চাকরি। এই পেশায় একই সাথে রয়েছে সম্মান,অর্থ এবং দেশ-বিদেশে ভ্রমণের সুযোগ। তাই বহু তরুণীরই স্বপ্ন থাকে এয়ার হোস্টেস হওয়ার। এয়ার হোস্টেস হওয়ার জন্য বর্তমানে আমাদের সারা দেশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেখান থেকে প্রশিক্ষণ নিয়েই বহু তরুণী এগিয়ে যান নিজের স্বপ্ন পূরণের উড়ানে।
তবে এয়ার হোস্টেস হওয়ার জন্য বেশ কিছু যোগ্যতা থাকাও প্রয়োজন। সম্প্রতি এই সম্পর্কেই আলোচনা করেছেন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচীর এভিয়েশন বিশেষজ্ঞ সঞ্জিত কুমার৷
এয়ার হোস্টেস হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন?
জানা যাচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক হলেই এয়ার হোস্টেসের চাকরির জন্য আবেদন করা যায়। এছাড়াও দ্বাদশ শ্রেণীতে ৫৫% নম্বর থাকা আবশ্যক। তবে এয়ার হোস্টেস হতে গেলে শুধুমাত্র শিক্ষকতা যোগ্যতা (Qualification) থাকলেই হয় না পাশাপাশি নিজের মাতৃভাষা সহ ঝরঝরে হিন্দি এবং ইংরেজি বলতে হবে। এছাড়াও একাধিক বিদেশী ভাষা জানা থাকলেও সুযোগ আরও বেশি।
তবে বলে রাখি এয়ার হোস্টেস হওয়ার জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকার জরুরী নয়, পাশাপাশি দৈহিক গঠন,ওজন ইত্যাদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। অনেক বিশেষজ্ঞরাই জানিয়েছেন এয়ার হোস্টেস হতে গেলে মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ৫ ফুট ৫ ইঞ্চি।
আরও পড়ুন: সাধ্যের মধ্যেই সাধপূরণ! তেলের খরচ বাঁচাতে কোনটা কিনবেন? E Luna নাকি অন্য স্কুটার?
আর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি হলে দৈহিক ওজনও হতে হবে ৫৫ থেকে ৬০ কেজির মধ্যে। এমনকি যারা বিমান সেবিকার চাকরির জন্য আবেদন করতে চান তাদের নিজেদের চুল সম্পর্কে সচেতন থাকতে হবে। পাশাপাশি খাদ্যাভ্যাস জীবনযাত্রা পোশাক-পরিচ্ছদের ওপরেও বিশেষ নজর দিতে হবে।
তাছাড়া এয়ার হোস্টেস হিসেবে নিজের কেরিয়ার তৈরি করতে চাইলে উচ্চমাধ্যমিক পাশ করার পর যে কোন প্রতিষ্ঠান থেকে দুই বছরের এয়ার হোস্টেসের কোর্স করে নেওয়া যেতে পারে। https://www.glassdoor.co.in/ -এ দেওয়া ২০২৪ সালের ২১ জানুয়ারি দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে বিমান সেবিকাদের মাসিক বেতন ৪০, ৬৭১- ২,০৯,২৭৩ পর্যন্ত হতে পারে৷ ভারতে বিমান সেবিকাদের গড় আয় ১, ১৬,০০ টাকা৷