South Bengal

South Bengal: শীত আবার কবে ফিরবে? কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

নিউজ শর্ট ডেস্ক: বড়দিনে (Chirstmas) শীতের (Winter) কামড় উধাও! তাই কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে কেকে কামড় বসানোর দিন শেষ। বছর শেষে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে পূবালী আওয়ার দাপটে পিছু হটতে শুরু করেছে উত্তরে হাওয়া। তাই ডিসেম্বরের শেষেও শহরে নেই শীতের আমেজ। গত সপ্তাহের শেষে শহরে যে হরে শীতের পারদ নেমেছিল ভোল বদলে ইতিমধ্যেই উর্ধমুখী।

রবিবার ছুটির দিনেও কলকাতার শীতের সকাল ছিল কুয়াশায় মোড়া। বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার বড়দিনের ছবিটাও ঠিক একই রকম। সোমবার ক্রিসমাসের দিনেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশীই থাকল।

তাই শীত ছাড়াই এবার বড়দিন পালন করতে হবে শহরবাসীকে। সোমবার বেলা বাড়ার সাথে কুয়াশা কমলেও আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে কলকাতার তাপমাত্রা কমার আপাতত কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

Weather Update

আরও পড়ুন: শীত উধাও! কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, অ্যালার্ট জারি

দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের পূর্বাভাস নেই 

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জন্য রাজ্যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে। যার ফলে বাড়ছে তাপমাত্রা। তাই আবহাওয়া দফতর সূত্রের খবর আপাতত দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত কিংবা বৃষ্টি কোনো কিছুরই পূর্বাভাস নেই। আগামী দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে এই বছরের শেষ দিন গুলোয়  বাংলায় আর জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস নেই। হাওয়া অফিস সূত্রে খবর বর্ষবরণ পর্যন্ত আগামী কয়েকদিন এমনই কুয়াশা, আর মেঘলা আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।

Weather Update

উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ নিম্নমুখী 

তবে উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ কিন্তু নিম্নমুখী। হাওয়া অফিস বলছে আগামী পাঁচ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে পর্যটকদের জন্য সুখবর, আগামী ২৮ তারিখে দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে। তবে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

Avatar

anita

X