Weather Update

আবহাওয়ার খবর : আরও বাড়বে শীতের কামড়! হাড় কাঁপানো ঠান্ডা নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

নিউজ শর্ট ডেস্ক: বদলে গিয়েছে ডিসেম্বরের শহর। এবছর শীতের শুরু থেকেই ঝড়ো ইনিংস খেলছে শুরু করে দিয়েছে কলকাতার শীত (Winter in Kolkata)। টানা প্রায় ১০ দিন ধরে নিম্নমুখী গোটা বাংলার পারা। হাওয়া অফিস বলছে আপাতত রাজ্যে উত্তরে হাওয়া প্রবেশের ক্ষেত্রে বিশেষ কোনও বাধা নেই।

সেই কারণেই আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিক বা তার থেকে সামান্য কমই থাকবে।এবছর শীতে উত্তরের জেলাগুলিকেও কড়া টক্কর দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আবহাওয়াবিদরা বলছেন, অন্যান্য বছর এই সময় কলকাতার গড় স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে।

কিন্তু, এবার ডিসেম্বরের শুরু থেকেই হু হু করে নেমেছে পারা। বৃহস্পতিবার রাতে কলকাতার তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস।হাওয়া অফিস বলছে পশ্চিমের জেলা গুলিতেও আগামী কয়েকদিন আরও জাঁকিয়ে পড়বে শীত। তাপমাত্রা কমবে বীরভূম, পুরুলিয়ার মতো জেলাগুলিতেও। 

আবহাওয়ার আপডেট,Weather Update,উত্তরবঙ্গ,North Bengal,কলকাতা,Kolkata.শীত,Winter,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও রাতে বাড়বে শীতের কামড়। অন্যদিকে জাঁকিয়ে শীত উত্তরেও। তবে আগামী কয়েকদিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে।তুষারপাত ও হালকা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রার ভালোই পারাপতন হয়েছে।

আরও পড়ুন: হাড়কাঁপানি ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গে, পারদ নামবে ৯-এ, সতর্ক করলো আবহাওয়া দপ্তর

শনিবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে রবি-মঙ্গলবারের মধ্যে ফের বদলাতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া।কোন জেলায় কেমন আবহাওয়া?

আবহাওয়ার আপডেট,Weather Update,উত্তরবঙ্গ,North Bengal,কলকাতা,Kolkata.শীত,Winter,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কলকাতায়  ১৪ ডিগ্রি তাপমাত্রা, ৫৩% আর্দ্রতা,উত্তর ২৪ পরগনায় তাপমাত্রা ১৪ ডিগ্রি, আর ৫৮% আর্দ্রতা,দক্ষিণ ২৪ পরগনায় তাপমাত্রা  ১৪ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা,পূর্ব মেদিনীপুরে তাপমাত্রা ১৪ ডিগ্রি, ৫০% আর্দ্রতা,হাওড়ায় ১৩ ডিগ্রি তাপমাত্রা ৫৩% আর্দ্রতা,হুগলিতে তাপমাত্রা ১৩ ডিগ্রি, ৫৩% আর্দ্রতা,পুরুলিয়াই  ১০ ডিগ্রি তাপমাত্রা, ৫০% আর্দ্রতা,পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ১২ ডিগ্রি, ৫৪% আর্দ্রতা,পূর্ব বর্ধমানে  ১২ ডিগ্রি তাপমাত্রা, ৫৬% আর্দ্রতা,
মুর্শিদাবাদে ১৩ ডিগ্রি তাপমাত্রা, ৫৪% আর্দ্রতা।

Avatar

anita

X