Koushik Dutta

২৪০ কিলোমিটার বেগে আছড়ে পড়ল ঝড়, ১৬৪ বছরে প্রথম এমন কিছু দেখল শহর

আশংকা সত্যি করে লুসিয়ানায় আছড়ে পড়েছিল গ্রেড ৪ বিভাগের হ্যারিকেন ঝড় লরা। আছড়ে পড়ার সময় যার গতি ছিল ঘন্টায় ১৫০ মাইল প্রতি ঘন্টা বা ২৪০ কিলোমিটার। ১৬৪ বছরে এই প্রথম এরকম বিধ্বংসী কোনও ঝড় এল শহরে। ভেংগে গিয়েছে বাড়িঘর। দুমড়ে গিয়েছে টাওয়ার। তছনছ বিলাসবহুল বিল্ডিং। এখনও অব্দি ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।