LAVA

anita

Lava: একেবারে জলের দামে লঞ্চ হল ভারতীয় ব্র্যান্ডের এই মোবাইল! এক ঝটকায় কুপোকাত Vivo-Oppo

নিউজ শর্ট ডেস্ক: ইলেক্ট্রনিক ডিভাইসের বাজারে ভারতীয় ব্র্যান্ড Lava অত্যন্ত জনপ্রিয়। গ্রাহকদের জন্য সদ্য একটি নতুন 5G স্মার্টফোন Lava Blaze Curve লঞ্চ করেছে Lava। এই ফোনটি ভারতের বাজারে উপস্থিত বিভিন্ন চীনা স্মার্ট ফোনগুলিকেও টক্কর দিচ্ছে।

   

Lava-র ঝাঁচকচকে এই ফোনে রয়েছে 8GB র‌্যাম + 256জিবি স্টোরেজ, কার্ভ ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 চিপসেট, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মতো একগুচ্ছ ফিচার। আসুন এই মোবাইলের খুঁটিনাটি সমস্ত ফিচার সম্পর্কে বিস্তারিত জানা যাক।

Lava Blaze Curve 5G এর দাম এবং বিক্রি 

লাভার এই স্মার্ট ফোনটিতে দু-ধরনের স্টোরেজ অপশন রয়েছে। যার মধ্যে লাভার ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের মোবাইলটি মাত্র ১৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া এই ডিভাইসের ২৫৬ জিবি ভেরিয়েন্টটির দাম ১৮,৯৯৯ টাকা। জানা যাচ্ছে চলতি মাসেই অর্থাৎ আগামী ১১ই মার্চ দুপুর ১২টা থেকে অ্যামাজন, লাভা ই-স্টোর, এবং অন্যান্য রিটেইল আউটলেটেও এই মোবাইল কিনতে পাওয়া যাবে।

লাভা,Lava,লাভা ব্লেজ কার্ভ,Lava Blaze Curve,কার্ভ ডিসপ্লে,Curve Display,ভারতীয় ব্র্যান্ড,Indian Brand,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

লাভার এই মোবাইলে রয়েছে কার্ভড ডিসপ্লে। ফোনটির পিছনের দিকে রয়েছে ট্রিপল-ক্যামেরা মডিউল। এছাড়া এই মোবাইলের ডান দিকেই রয়েছে  সাউন্ড এবং পাওয়ার বাটন। সেইসাথে রয়েছে স্টেরিও স্পিকার সেটআপ-ও। এই মোবাইলের ওপরের এবং নীচের প্যানেলে রয়েছে স্পিকার গ্রিল। এই মুহূর্তে ফোনটি বাজারে ব্ল্যাক এবং গ্রীন কালারে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: একের পর এক ঝাক্কাস অফার, এই সস্তার রিচার্জ প্ল্যানে কে সেরা Jio নাকি Airtel?

লাভার এই মোবাইলের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই মোবাইল ফোনেই রয়েছে ৬.৬৭ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে। এই মোবাইলের স্ক্রিনেই রয়েছে ১২০Hz রিফ্রেশ রেট,২৪০০×১০৮০পিক্সেল রেজোলিউশন এবং ৮০০ নিট পর্যন্ত ব্রাইটনেস। দাবি করা হচ্ছে এই ফোনটি ভারতের সবচেয়ে সস্তা কার্ভড ডিসপ্লের মোবাইল।

প্রসেসর: এই মোবাইলে রয়েছে ২.৬GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity ৭০৫০ অক্টা কোর প্রসেসর।

স্টোরেজ: লাভার এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এতে ৮জিবি LPPDR5 র‍্যাম + 256জিবি পর্যন্ত UFS ৩.১ ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়াও ভালো পারফরম্যান্সের জন্য এতে ৮জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্টও রয়েছে।

লাভা,Lava,লাভা ব্লেজ কার্ভ,Lava Blaze Curve,কার্ভ ডিসপ্লে,Curve Display,ভারতীয় ব্র্যান্ড,Indian Brand,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

ক্যামেরা: দেশীয় ব্র্যান্ডের এই মোবাইলে  ফটোগ্রাফির জন্য রিয়ার প্যানেলে ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে। এতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮-মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর যোগ করা হয়েছে। এছাড়াও  সেলফি ক্যামেরা এবং ভিডিও কলিং এর জন্য রয়েছে ১৩-মেগাপিক্সেল সেন্সর।

ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাক আপের জন্য রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড ৫০০০mAh ব্যাটারি ।

কানেক্টিভিটি: এই ফোনে ডুয়াল সিম ৫জি , ওয়াই-ফাই, ব্লুটুথ v৫.২, ওটিজি সাপোর্ট, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় ফিচারের সুবিধা পাওয়া যায়।

আরও পড়ুন: কলকাতায় গঙ্গার নিচ দিয়ে চলবে মেট্রো! জানুন কোন স্টেশনের ভাড়া কত?

অপারেটিং সিস্টেম: লাভের এই ৫জি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ সহ লঞ্চ করা হয়েছে। এই মোবাইলে কোম্পানি ৩ বছরের সিকিউরিটি আপডেট দেবে। অর্থাৎ এতে অ্যান্ড্রয়েড ১৪ এবং ১৫ আপডেটও পাওয়া যাবে।

এছাড়াও এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, ব্যাটারি সেভার মোড, ইউটিউব ব্যাকগ্রাউন্ড স্ট্রিম, ডলবি অ্যাটমস সাপোর্ট এবং অন্যান্য একাধিক  অ্যাডভান্স ফিচার রয়েছে।