Arijit

সোনার স্বপ্ন শেষ লভলিনার, ব্রোঞ্জ জিতেই দেশকে গর্বিত করলেন ভারতীয় বক্সার

টোকিও অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল লভলিনা বড়গোহাঁইয়ের। সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে ০-৫ ব্যবধানে হেরে গেলেন তিনি। তবে সোনা হাতছাড়া হলেও ব্রোঞ্জ পদক জিতলেন তিনি। লভলিনার হাত ধরে এবারের অলিম্পিকে তিন নম্বর পদক এল ভারতের ঝুলিতে।

   

সেমিফাইনালে চ্যাম্পিয়ন সুরমেনেলির মুখোমুখি হয়েছিলেন লভলিনা। লভলিনা ভালো ভাবেই জানতেন যে লড়াই কঠিন হবে। শুরু থেকেই সুরমেনেলির বিরুদ্ধে পিছিয়ে ছিলেন লভলিনা। এইদিন ২৪ বছরের ভারতীয় বক্সারকে যেন ক্লান্ত দেখাচ্ছিল।

সেমিতে হেরে ব্রোঞ্জ পদক পেয়েই সন্তুষ্ট থাকতে হল লাভলিনাকে। তবে লাভলিনার এই পদক জয়ে গর্বিত গোটা দেশ। মীরাবাই চানু, পিভি সিন্ধুর পর আরও এক মেয়ের হাত ধরেই পদক এল ভারতে।