Papiya Paul

খুব শীঘ্রই শেষ হতে চলেছে রানী রাসমণি! এই সময়ে আর দেখা যাবে না জনপ্রিয় ধারাবাহিক

বহুদিন পর আবার টেলিভিশন জগতে ফিরছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য(Aparajita Adhya)। খুব শীঘ্রই জি বাংলার(Zee Bangla) পর্দায় আসতে চলেছে ‘লক্ষ্মী কাকিমা'(Laxmi Kakima)। অভিনেত্রীকে আবার রোজ টেলিভিশনের পর্দায় দেখতে পাওয়ায় খুশিতে রয়েছেন দর্শকেরা। তবে এবার নতুন ধারাবাহিক কবে শুরু হবে? এই প্রশ্নই ঘুরপাক করছে ভক্তদের মনে।

   

তবে এবার জি বাংলার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘লক্ষ্মী কাকিমার’ সম্প্রচারের দিনক্ষণ জানানো হয়েছে। আগামী ১৪ ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধ্যে ৬ টায় দেখা যাবে লক্ষী কাকিমার এই ধারাবাহিক। হ্যাঁ ঠিকই ধরেছেন, ওই সময়ে করুণাময়ী রানী রাসমণি হয়। এবার ওই টাইম স্লটে আসতে চলেছে এই নতুন ধারাবাহিক। আগেও আরেক নতুন ধারাবাহিক আসার সময় বদলে গিয়েছিল এই ধারাবাহিকের টাইম স্লট।

বার বার এই সময় পরিবর্তনের জন্য করুণাময়ী রানী রাসমনির ভক্তরা বেশ কষ্ট পেয়েছেন। আসলে রাণীমার মৃত্যুর পর থেকে এই ধারাবাহিকের টিআরপি বেশ কমে গিয়েছিল। এখন ধীরে ধীরে এই ধারাবাহিকের টিআরপি উত্থান ঘটেছে। তবে মনে করা হচ্ছে, এখন অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে এই জনপ্রিয় সিরিয়াল। দীর্ঘ প্রায় সাড়ে চার বছর ধরে চলছে ধারাবাহিক। আর খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা দর্শকদের। এর কারণ হলো করুণাময়ী রানী রাসমনির নতুন কোন টাইম স্লট এখনো জানানো হয়নি।