পার্থ মান্নাঃ সঞ্চয় ভবিষ্যতের জন্য অতন্ত্য গুরুত্বপূর্ণ এটা সকলেই বোঝেন। তবে মুশকিল হল নিরাপদে যদি অর্থ সঞ্চয় করতে বা বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে অনেকটা কম সুদ বা রিটার্ন পাওয়া যায়। সেখানেই যদি একটি ঝুঁকি নিয়ে ভালো রিটার্ন পেতে চান? এর জন্য সবচেয়ে ভালো রাস্তা হল মিউচুয়াল ফান্ড। এই ফান্ডের মাধ্যমে অল্প অল্প করে একটা মোটা টাকা জমা হয়, যেটা কোনো এক ফান্ড ম্যানেজার একাধিক কোম্পানিতে বিনিয়োগ করে যা ভালো রিটার্ন দিতে সক্ষম। এই কারণেই মিউচুয়াল ফান্ডের চাহিদাও বাড়ছে দিন দিন।
বর্তমানে কেউ চাইলে মাত্র ১০০ টাকা থেকেও Mutual Fund এর SIP করতেই পারেন। অবশ্য ভালো মিউচুয়াল ফান্ডের নূন্যতম SIP এর অঙ্ক অনেক সময়েই দেখা যায় ১০০০ টাকা থেকে শুরু হয়। তবে এবার আর চিন্তার কোনো কারণ নেই। কারণ এবার সবারই সাধ্যের মধ্যে মাত্র ২৫০ টাকায় মিউচুয়াল ফান্ড আনতে চলেছে ভারতের সবচেয়ে পুরোনো ও বিশ্বস্ত ইন্সুরেন্স কোম্পানি এলআইসি (LIC)।
মিউচুয়াল ফান্ড চালু করছে LIC
যেমনটা জানা যাচ্ছে অক্টোবর মাস থেকেই মাইক্রো SIP চালু করতে চলেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর এই SIP যাতে সকলের কাছে সহজেই পৌঁছাতে পারে তার জন্য বিশেষ ঘোষণা করেছেন LIC মিউচুয়াল ফান্ডের MD & CEO আর কে ঝাঁ। তিনি জানান, এই এসআইপি করতে গেলে মাসে ১০০০ টাকা নয় ২৫০ টাকাই যথেষ্ট। যার ফলে আগামীদিনে আরও অনেক বেশি লোকে এই স্কিমের সুবিধা নিতে পারবেন।
দেশে এমন অনেক মানুষ আছেন যারা মাসের শেষে হয়তো এক হাজার টাকা বাঁচিয়ে বিনিয়োগ করার মত সামর্থ্য পেতেন না। তবে এবার নূন্যতম SIP ২৫০ টাকা হওয়ায় আরও বেশ মানুষ এই প্রকল্পে টাকা রাখতে পারবেন। এতে একদিকে যেমন মিউচুয়াল ফান্ডের গ্রোথ বাড়বে তেমনি অল্প পুঁজিতে ভালো রিটার্ন পাবেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ।
Micro SIP নিয়ে কি বলছে SEBI?
মিউচুয়াল ফান্ড সংক্রান্ত ব্যাপারে SEBI নজরদারি চালায়। তাই নতুন মাইক্রো SIP নিয়ে SEBI কি মতামত দিচ্ছে সেটা অনেকের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। সেবির মতে মানুষকে ২৫০ টাকার SIP করানোর জন্য উৎসাহিত করতে হবে। এতে করে ভবিষ্যতের ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা বাড়বে। তাছাড়া LIC এর তরফ থেকে জানানো হয়েছে দ্রুত এই ফান্ডের ভ্যালু ৬০,০০০ কোটি থেকে ১ লক্ষ কোটি করা হবে।