নিউজশর্ট ডেস্কঃ অর্থ বিনিয়োগের(Investment) প্রসঙ্গ উঠলে বহু মানুষের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার কথা মাথায় আসে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এলআইসিও(LIC) নিত্যনতুন সুবিধাজনক বিভিন্ন স্কিম নিয়ে আসে। আজকের এই প্রতিবেদনে এলআইসির এমনই একটি স্কিম সম্পর্কে আপনাদেরকে জানাবো।
যে স্কিমের তথ্য সম্পর্কে জানলে আপনারাও এই স্কিমে অর্থ বিনিয়োগ করতে চাইবেন। এলআইসির এই স্কিমের নাম হল LIC Jeevan Pragati Plan। এখানে অর্থ বিনিয়োগ করলে আপনার অর্থ নিরাপদ থাকবে। ঠিক তেমনি মোটা টাকা রিটার্নও আসবে। চলুন তাহলে এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
এই স্কিমে যারা অর্থ বিনিয়োগ করতে চাইছেন তাদের ২০ বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে হবে। প্রত্যেক মাসে ৬০০০ টাকা করে জমা দিতে হবে অর্থাৎ দৈনিক ২০০ টাকা বিনিয়োগ করতে হবে এই স্কিমে। এখানে অর্থ বিনিয়োগের সময়সীমা ১২ বছর বয়স থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত। এখানে বিনিয়োগ করার জন্য আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, ব্যক্তিগত মোবাইল নাম্বার, ব্যাংক পাসবুক ইত্যাদি গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: RBI: দরকার পড়বে না আঠার! RBI-র এই নিয়ম জানলেই রমরমিয়ে চলবে ছেঁড়া-ফাটা নোট!
ধরুন কোন ব্যক্তি প্রত্যেকদিন ২০০ টাকা অর্থাৎ মাসিক ৬০০০ টাকা এই স্কিমে বিনিয়োগ করছেন। তাহলে এক বছরে তিনি মোট ৭২ হাজার টাকা বিনিয়োগ করছেন। এই একই পরিমাণ অর্থ একটানা ২০ বছর ধরে বিনিয়োগ করতে হবে। সেক্ষেত্রে তিনি মোট অর্থ বিনিয়োগ করলেন ১৪ লাখ ৪০ হাজার টাকা। এরপরে রিটার্ন পাওয়ার সময় আপনি ২৮ লক্ষ টাকা পেয়ে যাবেন।
এই স্কিমে অর্থ বিনিয়োগ করার জন্য আবেদনকারীকে এল আইসির অফিসে যেতে হবে। সেখানে গিয়ে একটি ফর্ম নিয়ে সমস্ত তথ্য পূরণ করতে হবে। আপনার নামে একটি স্কিম হয়ে যাবে।