LIC

LIC: দেশের সবচেয়ে মূল্যবান সংস্থার তালিকায় পঞ্চমে এই জনপ্রিয় বীমা কোম্পানি! প্রথম আর দ্বিতীয় কে জানেন?

নিউজশর্ট ডেস্ক: অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ মানুষের অন্যতম ভরসাযোগ্য প্রতিষ্ঠান লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(LIC)। দেখতে দেখতে এই সংস্থা ৬৭ বছর পেরিয়ে গিয়েছে। তবুও আজও দেশের ভরসাযোগ্য বীমা সংস্থা হিসেবে নিজেদের নাম ধরে রাখতে পেরেছে এলআইসি।

আর তাই বর্তমান সময়ে বাজার মূল্যের নিরিখে দেশের অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় শীর্ষ তালিকায় উঠে আসতে পেরেছে এলআইসি। সবথেকে মূল্যবান ভারতীয় সংস্থার তালিকায় পঞ্চম স্থানে জায়গা পেয়েছে এলআইসি। বর্তমানে এই সংস্থার বাজার মূল্য ৭ লক্ষ কোটি টাকা। তবে এলআইসি পঞ্চম স্থানে হলেও প্রথম স্থানে জায়গা করে নিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠী।

চলতি বছরে দেশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইসিআইসিআই ব্যাঙ্ককে টপকে পঞ্চম স্থানে জায়গা পেয়েছে LIC। গত শুক্রবারই এই সংস্থার শেয়ার ৬ শতাংশ বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার এলআইসি-এর তরফ থেকে জানানো হয়েছে, এই সংস্থার নেট প্রিমিয়াম পাঁচ শতাংশ থেকে বেড়ে পৌঁছেছে ১,১৭,০১৭ কোটি টাকায়। এই সংস্থার রিপোর্ট মারফত জানা গিয়েছে, এই সংস্থার নতুন ব্যবসা ৪৬ শতাংশ বেড়েছে। এরফলে ৮ শতাংশ আয় বেড়ে গিয়ে ২.১ লক্ষ কোটি টাকা।

Lic Policy

আরও পড়ুন: আর ট্রেনে বসে মোবাইল চার্জ নয়! এই নতুন নিয়ম না মানলে পড়বেন বিরাট ফ্যাসাদে

গত এক বছরে এলআইসির স্টক বেড়ে হয়েছে ৮৬.২৬ শতাংশ। তবে এলআইসি পঞ্চম স্থানে জায়গা পেলেও সবথেকে গুরুত্বপূর্ণ স্থানে জায়গা পেয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠী। বর্তমানে এই রিলায়েন্স গোষ্ঠীর বাজার মূল্য প্রায় ১৯.৬২ লক্ষ কোটি টাকা।

LIC Policy

রিপোর্ট মারফত জানা গিয়েছে রিটেল এবং ডিজিটাল সেক্টরে এই সংস্থার সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে। রিলায়েন্স গোষ্ঠীর পর বাজার মূল্যের তালিকায় জায়গা রয়েছে টাটা কনসালটেন্সি, HDFC ব্যাঙ্ক, ইনফোসিস। পঞ্চম স্থানে জায়গা রয়েছে এলআইসির এবং ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে ICICI ব্যাঙ্ক।

Papiya Paul

X