Children's Investment Plan

Children’s Investment Plan: সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তা ছাড়ুন, এই পলিসিতে টাকা রাখলে প্রচুর বেনিফিট আপনার

নিউজশর্ট ডেস্কঃ প্রতিটি পিতা-মাতাই চান তার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(LIC)। কারণ এই সংস্থা ভারতের প্রতিটি বয়সের নাগরিকদের বীমা প্রদান করে থাকে। আপনি যদি আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য একটি ভালো বীমা খুঁজে থাকেন। তাহলে এলআইসির নতুন চিলড্রেন মানি ব্যাক প্ল্যান(Children’s Investment Plan) আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে হতে পারে। চলুন তাহলে এই নতুন পলিসি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কি যোগ্যতা লাগবে?
এই পলিসিতে টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি ০ থেকে ১২ বছর বয়সী একটি শিশুর পিতা-মাতা কিংবা দাদু ঠাকুমা হতে পারেন।
কি কি সুবিধা থাকবে?
এই পলিসিটি একসময় একজন ব্যক্তির জন্য কভার যোগ্য। শিশুদের জন্য একটি নন লিংকড মানি ব্যাক প্ল্যান। এখানে বেঁচে থাকার সুবিধা, ম্যাচুরিটি সুবিধা এবং মৃত্যুকালীন সুবিধাও পাওয়া যাবে।

আরও পড়ুন: Money Making Tips: এই স্কিমে ৩ লাখ রাখলে হবে ৬ লাখ! জানুন কিভাবে করবেন নিজের টাকা ডবল?

সময়কাল:
এই বীমা ম্যাচুরিটি হবে শিশুর ২৫ তম বছরে। ধরুন, একটি শিশুর বয়স ৯ বছর এবং তার নয় বছর বয়সে বীমা করা হয়েছে তাহলে তার বীমা ২৫-৯ = ১৬ গিয়ে ম্যাচুরিটি হবে।

অন্যান্য সুবিধা: 

সারভাইভাল বেনিফিট: যখন বীমাকৃত ব্যক্তি একটি নির্দিষ্ট বয়সের লিমিটে গিয়ে পৌঁছান, তখন মূল বিমাকৃত অর্থের ২০ শতাংশের সমান একটি বেঁচে থাকার সুবিধা অর্থাৎ সারভাইভাল বেনিফিট প্রদান করা হবে।

ম্যাচিউরিটি বেনিফিট: এক্ষেত্রে বিমাকৃত রাশির সমান ম্যাচিউরিটি সুবিধা এবং মেয়াদের প্রাপ্ত সমস্ত বোনাস প্রদান করা হবে।

ডেথ বেনিফিট: যদি গ্রাহক কিছু দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে মারা যায়, তাহলে মৃত্যু বোনাস সহ সম্পূর্ণ বিমাকৃত অর্থ দেওয়া হবে।

কিভাবে প্রিমিয়াম পেমেন্ট করা হবে?
গ্রাহকের সুবিধা অনুযায়ী বার্ষিক, অর্ধ-বার্ষিক, ত্রৈমাসিক বা মাসিক ভিত্তিতে এই বীমার প্রিমিয়াম পেমেন্ট করতে পারেন।

Papiya Paul

X