পার্থ মান্নাঃ বর্তমানে সময় দাঁড়িয়ে সঞ্চয় কতটা গুরুত্বপূর্ণ সেটা বড়রা তো বটেই ছোটরাও বুঝতে শুরু করেছে। তাই কমবেশি সকলেই একটা নিরাপদ ইনভেস্টমেন্ট প্ল্যানের খোঁজ করেন। এক্ষেত্রে যে কোম্পানিকে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করেন সেটা হল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC। প্রায় প্রতিটা বাড়িতেই একজনের অন্তত LIC এর পলিসি করা আছেই। তবে এবার সন্তানের ভবিষৎ সুরক্ষিত করার জন্য এক দুর্দান্ত প্ল্যান আনল এলআইসি।
LIC-তে একাধিক রকমের পলিসি করা যায়। টার্ম ইন্সুরেন্স থেকে শুরু করে মানিব্যাক পলিসি এমনকি ডাকা ডাবল করার পলিসিও রয়েছে। তবে আজ সেসব নয় বরং কথা বলব এমন একটি পলিসি নিয়ে যেটা আপনার কন্যা সন্তান থাকলে তার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য হয়তো সেরা উপায় হতে পারে।
এলআইসি কন্যাদান পলিসি (LIC Kanyadan Policy)
নাম থেকেই বোঝা যাচ্ছে কন্যা সন্তানের জন্যই তৈরী করা হয়েছে এই পলিসিটি। যেখানে সামান্য কিছু টাকা রাখতে শুরু করলে একটা নির্দিষ্ট সময় পর মোটা টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। কিভাবে পলিসি করতে পারবেন? কত টাকা কিস্তি দিতে হবে? সমস্তটা বিস্তারিত জানানো হল আজকের প্রতিবেদনে।
LIC কন্যাদান পলিসির সুবিধাঃ
এই পলসিতে আপনি যদি টাকা রাখতে শুরু করেন তাহলে কমপক্ষে ১৩ বছর বা সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত টাকা দিতে পারেন। আর যদি ৩৬০০ টাকা করে মাসে দেন তাহলে ১০ লক্ষ ৮০ হাজার টাকা দিয়েই ২৫ বছরে প্রায় ২৭ লক্ষ টাকার রিটার্ন পেতে পারেন। তাছাড়া যে টাকা এই পলিসির জন্য পেমেন্ট করবেন সেটা 80/C ধারায় সম্পূর্ণ ট্যাক্স ফ্রি হবে।
পলিসি চলাকালীন কোনো দুর্ঘটনায় যদি কন্যা সন্তানের বাবার মৃত্যু হয় তাহলে এককালীন ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে। এমনকি স্বাভাবিক মৃত্যু হলেও ৫ লক্ষ টাকা দেওয়া হবে। এখানেই শেষ নয়, এরপর আর কোনো পলিসি প্রিমিয়াম দিতে হবে না। বরং ম্যাচিউরিটির সময় সম্পূর্ণ টাকা পাওয়া যাবে।
আরও পড়ুনঃ চিন্তা শেষ, এবার জেনারেল কোচেও মিলবে দার্জিলিংয়ের ওয়েদার! উৎসবের মুখেই বড় ঘোষণা রেলের
কিভাবে করবেন আপনার সন্তানের জন্য কন্যাদান পলিসি?
আপনি যদি এই পলিসি করতে চান তাহলে আপনার কন্যা সন্তানের বয়স হবে ১ বছর থেকে ১০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া এই পলিসির প্রিমিয়াম আপনি চাইলে প্রতিমাসে, ৩ মাসে, ৬ মাসে বা বছরে একবার যেমন ইচ্ছা দিতে পারেন।