LIC

LIC Policy: Lic-র এই স্কিমে ঢালুন পয়সা, অল্প বিনিয়োগে মিলবে ২৫ লাখ রিটার্ন!

নিউজশর্ট ডেস্ক: দেশের অন্যতম জনপ্রিয় এবং পুরাতন জীবন বীমা পলিসি হল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(LIC)। বহু মানুষের বিশ্বাসযোগ্য এবং ভরসাযোগ্য প্রতিষ্ঠান এটি। এখানে মোটা টাকা রিটার্নের পাশাপাশি অর্থ নিরাপত্তা থাকে তাই সাধারণ মানুষ অর্থ বিনিয়োগ(Investment) করে থাকেন।

সব শ্রেণীর মানুষের কথা ভেবে এলআইসি বিভিন্ন ধরনের স্কিম নিয়ে আসছে। সম্প্রতি এলআইসি এমন একটি স্কিম নিয়ে এসেছে যেখানে আপনি বিনিয়োগের উপর দ্বিগুণ বোনাসের সুবিধা পাবেন।

এই পলিসির নাম হলো জীবন আনন্দ নীতি। এখানে শুধুমাত্র ততক্ষণ পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার পলিসি চালাতে হবে। তাহলে এই পলিসি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এক্ষেত্রে আপনাকে ৩৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। এই পলিসিতে প্রত্যেক মাসে মাত্র ১৩৫৮ টাকা করে জমা দিতে হবে। সারা বছরে আপনি জমা করছেন ১৬ হাজার ৩০০টাকা।

আরও পড়ুন: ফের FD-তে সুদের হার বৃদ্ধি করল এই ব্যাঙ্ক! জানুন কত সময়ের FD-তে কত সুদ পাবেন?

এই পলিসিতে আপনাকে ডেথ বেনিফিট এবং রাইডার বেনিফিট সুবিধা দেওয়া হবে। যদি কোন পলিসিধারী গ্রাহক মেয়াদ পূর্তির আগে মারা যান। তাহলে তার নমিনিকে ১২৫ শতাংশ পর্যন্ত সুবিধা দেওয়া হবে। এখানে আপনি নূন্যতম ১ লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিত পরিমাণ পেয়ে যাবেন। এছাড়া এই পলিসিতে কোন সর্বোচ্চ সীমা নেই, রাইডার বেনিফিট হিসাবে আপনি এক্সিডেন্টাল ডেথ এন্ড ডিজেবিলিটি বেনিফিট, এক্সিডেন্ট বেনিফিট রাইডার, নিউ টার্ম রাইডার এবং নতুন ক্রিটিকাল ইলনেস বেনিফিট পেয়ে যাবেন। এই স্কিমে বিনিয়োগ করলে কোন ট্যাক্স সুবিধা পাওয়া যাবে না।

কি কি নথির প্রয়োজন আছে?
এই পলিসিতে গুরুত্বপূর্ণ নথি হিসেবে আধার কার্ড, ব্যাংক একাউন্ট, মোবাইল নম্বর এবং প্যান কার্ড দিতে হবে।

Avatar

Papiya Paul

X