LIC Launches 4 New Plans with up to 5 Crore Coverage or Return

ভবিষ্যৎ হবে সুরক্ষিত! ৫ কোটি টাকার দুর্দান্ত ইন্স্যুরেন্স প্ল্যান লঞ্চ করল LIC

নিউজশর্ট ডেস্কঃ ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় সকলেই করতে চান। অথচ একটা ভালো ইনভেস্টমেন্ট প্ল্যান বা ইন্সুরেন্স প্ল্যান সবসময় খুঁজে পাওয়া যায় না। তবে ভারতের সবচেয়ে পুরোনো ও বিশ্বস্ত সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) এর এমন কিছু প্ল্যান আছে যেখানে কোটি টাকারও বীমা করা যায়। আজ এমনই চারটি পলিসি সম্পর্কে আপনাদের জানাবো।

LIC এর বিভিন্ন ধরণের প্ল্যান রয়েছে, কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান তো কিছু মানি ব্যাক প্ল্যান। প্রতিনিয়ত গ্রাহকদের সুবিধার্থে নতুন পুলিশ লঞ্চ করা হয়ে থাকে কোম্পানির তরফ থেকে। এমনই কিছু বীমা প্ল্যানের সম্পর্কে আজ বলো। যেখানে গ্রাহকেরা ৫ কোটি টাকারও সুবিধা পেতে পারেন।

LIC এর নতুন বীমা প্ল্যান 

প্রতিবছরেই একাধিক বীমা প্ল্যান লঞ্চ করা হয় কোম্পানির তরফ থেকে। তবে এবছর সবচেয়ে বেশি চর্চায় রয়েছে যে প্ল্যানগুলি সেগুলি হল.  এলআইসি যুব টার্ম প্ল্যান ,  এলআইসি ডিজি টার্ম প্ল্যান, এলআইসি যুব ক্রেডিট লাইফ ও এলআইসি ডিজি ক্রেডিট লাইফ প্ল্যান। নিচে এই চার প্ল্যানের সুবিধা সম্পর্কে বিস্তারিত দেওয়া হল।

LIC Yuva ও LIC Digi Term প্ল্যানের সুবিধা

এই দুটি প্ল্যানই নন লিংকড, নন পার ইন্সুরেন্স প্ল্যান, যেখানে ঝুঁকি বা রিস্ক থাকে। এই পলিসি করতে চাইলে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। যেটা নূন্যতম ৩ ৩  বছরে ম্যাচিওর হতে পারে, অর্থাৎ নূন্যতম ১৫ বছরের প্ল্যান। যদিও সর্বোচ্চ ম্যাচুউরিটি ৭৫ বছর পর্যন্ত হতে পারে। এই প্লানগুলিতে বীমা ধারকের মৃত্যু হলে বার্ষিক যে প্রিমিয়াম দেওয়া হয় তার ৭ গুণ টাকা পাওয়া যাবে বা মোট প্রিমিয়ামের ১০৫% রিটার্ন পাওয়া যাবে। এই প্লানের নূন্যতম Basic Sum Assured হল ৫০ লক্ষ টাকা। তবে বয়স ও প্ল্যানের মেয়াদের নিরিখে সেটা ৫ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

আরও পড়ুনঃ কোটিপতি হতে মাসে ৩৫০০ টাকাই যথেষ্ট! LIC এর এই ফান্ডে টাকা রাখলেই কপাল খুলে যাবে

LIC’s Yuva Credit ও LIC’s Digi Credit Life Insurance এর সুবিধা

এই স্কিম দুটিও নন লিঙ্কড, নন পার প্ল্যান যেখানে রিস্ক থাকছে। এক্ষেত্রেও নূন্যতম বয়স ১৮ ও সর্বোচ্চ ৪৫ বছর এর মধ্যে থাকতে হবে। এছাড়া এখানেও বেসিক সাম ৫০ লক্ষ থেকে শুরু যেটা ৫ কোটি টাকা পর্যন্ত যেতে পারে।

উপরিউক্ত সমস্ত প্ল্যানের ক্ষেত্রেই মহিলাদের জন্য প্রিমিয়ামের উপর ডিসকাউন্ট থাকছে। তবে Yuva Term বা Yuva Credit প্ল্যানগুলি অফলাইনে এজেন্টদের কাছে করা গেলেও Digi প্ল্যানগুলি কেবলমাত্র অনলাইনেই করা যাবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X