Investment

Investment: পরিবারকে সুরক্ষিত রাখুন LIC-র এই নতুন প্ল্যানে, জেনে নিন কি কি সুবিধা মিলবে?

নিউজশর্ট ডেস্কঃ সাধারণ মানুষ নিজেদের অর্থ বিনিয়োগের(Investment) ক্ষেত্রে এলআইসির(LIC) ওপর নির্ভর করে থাকে। ভবিষ্যতের অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে এই বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে একটার পর একটা নতুন বীমা পলিসি নিয়ে আসে এই সংস্থা। সম্প্রতি এমনই  একটি নতুন বীমা নিয়ে এসেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(Life Insurance Corporation Of India)।

সংবাদ সূত্রের খবর অনুযায়ী, এলআইসির পক্ষ থেকে একটি নতুন ইন্সুরেন্স প্ল্যান লঞ্চ করা হয়েছে। এই নতুন ইন্সুরেন্স প্ল্যানটির নাম রাখা হয়েছে Jeevan Dhara II। সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে এলআইসি এই নতুন ইন্সুরেন্স পলিসি সম্পর্কে ঘোষণা করেছে। এই কোম্পানি জানিয়েছে, LIC ইন্ডিভিজুয়াল সেভিংস এবং ডিফারড অ্যানুইটি প্ল্যান হিসেবে এই নতুন প্ল্যান লঞ্চ করেছে। চলুন এই প্ল্যানটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এটি একটি নন লিংকড এবং নন পার্টিসিপেটিং অ্যানুইটি প্ল্যান হিসেবে প্রকাশ করা হয়েছে। এটি গ্রাহকেরা ২০২৪ সালের ২২ শে জানুয়ারি থেকে ক্রয় করতে পারবেন। অনলাইন এবং অফলাইন দুইভাবে এই ইন্সুরেন্স পলিসি কিনতে পারা যাবে। এই পলিসি ক্রয় করার জন্য গ্রাহকদের ন্যূনতম বয়স হতে হবে ২০ বছর। এক্ষেত্রে সর্বাধিক বয়স ড্রিফিমেন্ট পিরিয়ড বাদ দিয়ে৬৫ ,৭৫ বা ৮০ হতে পারে। এক্ষেত্রে এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে আপনি কোন বিকল্প বেছে নিয়েছেন সেটির উপর।

LIC

আরও পড়ুন: Investment: LIC-র সুপারহিট স্কিমে টাকা রাখলে হবে স্বপ্নপূরণ, ২০০ টাকা বিনিয়োগে মিলবে ২৮ লক্ষ রিটার্ন!

এই প্ল্যানে কি কি সুবিধা রয়েছে?
এই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই প্ল্যানের ক্ষেত্রে গ্রাহকেরা অ্যানিমিটির জন্য মোট ১১ ধরনের বিকল্প পাবেন। আর অধিক বয়সের ক্ষেত্রে উচ্চতর অ্যানুইটি রিটার্নের সুবিধা পেয়ে যাবেন। বীমার ক্ষেত্রে অ্যানুইটি বলতে গ্রাহক এবং বীমা কোম্পানির মধ্যে একটি চুক্তিকে বোঝানো হয়েছে।

এই চুক্তি অনুসারে বীমা সংস্থাটিকে তখন কিংবা ভবিষ্যতে গ্রাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে। আর এই পলিসিতে এককালীন কিংবা কিস্তির বিনিময়ে অর্থ প্রদান করা যাবে এবং সেই অর্থের বিনিময় আপনি বাকি জীবন একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ রিটার্ন পাবেন।

Avatar

Papiya Paul

X