Lic New Policy

LIC New Policy: মাত্র ২৯ টাকা করে বিনিয়োগে মিলবে ৪ লাখ টাকা, মহিলাদের লাখপতি হওয়ার সুযোগ LIC-র!

নিউজশর্ট ডেস্কঃ অর্থ বিনিয়োগের(Investment) ক্ষেত্রে সাধারণ মানুষের একটি ভরসাযোগ্য প্রতিষ্ঠান হল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(Life Insurance Corporation Of India)অর্থাৎ এলআইসি(LIC)। এটি দেশের একমাত্র সরকারি ইন্সুরেন্স কোম্পানি। এখানে অর্থ বিনিয়োগ করলে তা নিরাপদ থাকার পাশাপাশি মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এলআইসি নিত্যনতুন স্কিম নিয়ে আসে। আর সে সমস্ত স্কিমগুলো সাধারণ মানুষদের অনেক উপকার দেয়।

এমনই একটি পলিসি হলো এলআইসি আধার শিলা পলিসি(Lic Aadhaar Shila Policy)। এই পলিসিটি মহিলা গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে। আজকের এই প্রতিবেদনে এই পলিসি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এই এলআইসি আধার শিলা পলিসি হলো ৮৪৪ নম্বর প্ল্যান। ভারতীয় মহিলাদের জন্য এই প্ল্যান লঞ্চ করা হয়েছে। এই প্ল্যানে সঞ্চয় এবং বীমা কভারেজ উভয় পাওয়া যাবে।

পলিসি চলাকালীন গ্রাহক যদি মারা যান, তাহলে তার পরিবার কিংবা নমিনীকে আর্থিকভাবে সহায়তা দেওয়া হবে। আর পলিসি  সম্পন্ন হলে ম্যাচুরিটির সময় মোটা টাকা রিটার্ন আসবে। এছাড়া এই পলিসিতে অর্থ বিনিয়োগ করলে লোন নেওয়ার সুবিধা রয়েছে।

LIC

আরও পড়ুন: LIC নিয়ে এলো দুর্দান্ত স্কিম, এই পলিসিতে টাকা রাখলে মিলবে মোটা টাকা, সঙ্গে আরও একগুচ্ছ সুবিধা

কি কি সুবিধা আছে?
এই পলিসিতে ৮ বছর থেকে ৫৫ বছর বয়সী যে কোন মহিলা নিতে পারবেন। এই পলিসির সর্বনিম্ন মেয়াদ ১০ বছর এবং সর্বোচ্চ মেয়াদকাল ২০ বছর। এই পরিস্থিতির সর্বোচ্চ ম্যাচুরিটির সময় ৭০ বছর। গ্রাহকেরা এখানে প্রত্যেক মাসে, প্রত্যেক তিন মাসে, প্রত্যেক ছয় মাসে কিংবা প্রত্যেক বছর প্রিমিয়াম জমা করার সুযোগ পাবেন। এই পলিসির সবথেকে গুরুত্বপূর্ণ সুবিধা হল এখানে ৭৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত সাম অ্যাসিউরড পাওয়া যায়।

এই পলিসিতে কিভাবে ৪ লক্ষ টাকা আয় করবেন? জেনে নিন
ধরুন, আপনি এই প্ল্যানটি কিনেছেন। আর ২০ বছর ধরে প্রত্যেক দিন ২৯ টাকা করে বিনিয়োগ করলে আপনার এক বছরে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১০,৯৫৯ টাকা। দ্বিতীয় বছরে জমা করতে হবে ১০,৭২৩ টাকা। এভাবে মেয়াদ শেষে আপনার সঞ্চয় হবে ২,১৪,৬৯৬ টাকা। আপনি রিটার্ন পাবেন ৩,৯৭,০০০ টাকা। অর্থাৎ এই পলিসির মাধ্যমে আপনি ৪ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন।

Papiya Paul

X