নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই চলেছে। পেট্রোল(Petrol)-ডিজেল(Diesel) থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছুর দাম আকাশছোঁয়া। এরফলে সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন মধ্যবিত্ত ও গরিব পরিবারগুলো। আর তাই এখন সংসার চালিয়ে অর্থ সঞ্চয় করা কার্যত অসম্ভব হয়ে পড়ছে সাধারণ মানুষের পক্ষে। তবে এবার সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিয়ে কোম্পানি নতুন স্কিম নিয়ে এসেছে LIC(Life Insurance Corporation Of India)।
কি রয়েছে এই নতুন স্কিমে? এখানে কোন ব্যক্তি একবার প্রিমিয়াম ভরলে তিনি বছরে সর্বনিম্ন ১২ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারবেন। এই পেনশন সহ একাধিক সুযোগ সুবিধাও পাবেন গ্রাহকরা। এই স্কিমে কোনরকম ঝুঁকি নেই বলে জানা গিয়েছে। এলআইসির ওয়েবসাইট থেকে জানানো হয়েছে, বিনিয়োগকারীরা একবার মাত্র প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রে দুটো বিকল্প পেয়ে যাবে যার মধ্যে একটাকে বেছে নিতে হবে গ্রাহকদের।
এক্ষেত্রে কোন ব্যক্তি একসাথে পুরো অর্থ পেতে পারেন আবার বিকল্প কোন পথ রয়েছে এই স্কিমে। এর মাধ্যমে কোন ব্যক্তি প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন পেতে পারবেন। আর সেই ব্যক্তি যদি মারা যান তবে তার নমিনি ভুক্ত ব্যক্তি প্রিমিয়ামের সম্পূর্ণ টাকাটাই ফেরত পাবেন। এছাড়া স্বামী-স্ত্রী দুজনেই স্কিমের আওতায় পেনশন পাবেন বলে জানানো হয়েছে। এক্ষেত্রে স্বামী ও স্ত্রীর মধ্যে যিনি অধিক দিন বেঁচে থাকবেন তাকে সেই অর্থ প্রদান করা হবে।
আর যদি স্বামী-স্ত্রী উভয়ে মারা যান তাহলে তাদের নমিনীকে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হল। এই স্কিমে বিনিয়োগ করার জন্য সর্বনিম্ন ৪০ বছর এবং সর্বোচ্চ ৮০ বছর পর্যন্ত ধার্য করা হয়েছে। এছাড়া এখানে আপনি অন্য যেকোনো ধরনের বার্ষিক স্কিমে টাকা বিনিয়োগ করতে পারেন। এখানে পেনশন সহ একাধিক সুযোগ-সুবিধা রয়েছে এই স্কিমে।