Investment

Investment: মিলবে প্রচুর রিটার্ন, সঙ্গে মোটা সুদ! LIC নিয়ে এসেছে ৪ টি দুর্দান্ত ইনভেস্টমেন্ট প্ল্যান

নিউজশর্ট ডেস্কঃ অর্থ বিনিয়োগের(Investment) ক্ষেত্রে সাধারণ মানুষ দেশের রাষ্ট্রায়ত্ত বীমা কোম্পানি লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার(Life Insurance Corporation Of India) ওপর খুব নির্ভরশীল। আর এই সংস্থা গ্রাহকদের সুবিধার জন্য দুর্দান্ত স্কিম নিয়ে আসে। এই স্কিম গুলোতে বেশ কিছু দুর্দান্ত সুবিধা এবং মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। আজকের এই প্রতিবেদনে এলআইসির কিছু নতুন স্কিম সম্পর্কে আলোচনা করব যেগুলো অনেক বেশি সুবিধা দেবে সাধারণ মানুষকে।

১) LIC-র নতুন জীবন শান্তি (প্ল্যান নম্বর ৮৫৮): এলআইসির নতুন জীবন শান্তি প্ল্যানে আগের জীবন বীমা নিগম শান্তি পরিকল্পনার সংশোধন করা হয়েছে। এই নতুন জীবন শান্তি প্ল্যান ৮৫৮-তে সুদের হার বাড়ানো হয়েছে। যেটি গত বছরের ৫ ই  জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। এই পলিসি হল একক প্রিমিয়াম যা পলিসি ধারকের একক জীবন এবং যৌথ জীবন মিলিয়ে সুযোগ মেলে। এই প্রকল্পটি সেইসব গ্রাহকদের কাজে লাগবে যারা তাদের সঞ্চয় বিনিয়োগ করতে চাইছেন।

২) LIC-র জীবন আজাদ (প্ল্যান নং ১৮৮):  এলআইসি-এর জীবন আজাদ একটি ব্যক্তিগত ও সঞ্চয় জীবন বীমা প্রকল্প যেটি সুরক্ষার সাথেই সঞ্চয়ও দিচ্ছে। এই স্কিম ২০২৩-এর ২০ জানুয়ারি থেকে চালু করা হয়েছিল। এটি একটি সীমিত প্রিমিয়াম পেমেন্ট এন ডাউমেন্ট প্ল্যান, এই প্ল্যান পলিসি হোল্ডারের কোন অঘটন ঘটলেও পরিবারকে নিশ্চিত সমর্থন করে থাকে। এছাড়া এই প্ল্যানের অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হল পলিসি হোল্ডার মেয়াদ পূর্তির তারিখে জীবিত থাকলে তিনিও একটি গ্যারান্টি যুক্ত অর্থ পেয়ে যাবেন।

আরও পড়ুন: Investment: ভুলে যান FD-র কথা, নতুন বছরে বড় উপহার, এই স্কিমে মোটা টাকা সুদ দিচ্ছে মোদী সরকার!

৩) LIC জীবন কিরণ (প্ল্যান নম্বর ৮৭০): এই প্ল্যানটিও ২০২৩ সালের ২৭-এ জুলাই চালু করা হয়েছিল। এটি ব্যক্তিগত সঞ্চয়কারী জীবন বীমা পরিকল্পনা মধ্যে পড়ে। এখানে ন্যূনতম লাইফ কভারেজ-এর জন্য এই প্ল্যানে ১৫ লক্ষ টাকা নিশ্চিত দেওয়া হয়। এই পলিসির মেয়াদ ১০ থেকে ৪০ বছর পর্যন্ত হতে পারে। এক্ষেত্রে গ্রাহককে সর্বনিম্ন প্রিমিয়াম দিতে হবে ৩ হাজার টাকা এবং একক প্রিমিয়াম পলিশের জন্য দিতে হবে ৩০ হাজার টাকা।

৪) LIC জীবন উৎসব (প্ল্যান নং ৮৭১): এই পলিসি ২০২৩ সালের ২৯ শে নভেম্বর চালু করা হয়েছে। এখানে সর্বনিম্ন প্রিমিয়াম পেমেন্ট-এর সময়কাল পাঁচ বছর এবং সর্বোচ্চ প্রিমিয়াম পেমেন্ট-এর সময়কাল হলো ১৬ বছর। এখানে পলিসি হোল্ডারের বয়স ৮ থেকে ৬৫ বছর পর্যন্ত হতে পারে। এলআইসির এই পলিসি ১০% আয়ের সুবিধা দিচ্ছে।

Avatar

Papiya Paul

X