LIC নিয়ে এলো দুর্দান্ত স্কিম, এই পলিসিতে টাকা রাখলে মিলবে মোটা টাকা, সঙ্গে আরও একগুচ্ছ সুবিধা

নিউজশর্ট ডেস্কঃ সাধারণ মানুষ তাদের কষ্টে উপার্জিত টাকা সঞ্চয় করার জন্য সবথেকে বেশি নির্ভর করে ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের উপরে। এছাড়া আরেকটি নির্ভরযোগ্য জায়গা হল এলআইসি(LIC)। সেই শুরুর থেকে এই রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানির ওপর ভরসা করে বহু মানুষ। সমাজের সমস্ত শ্রেণীর মানুষের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন রকমের বিমা পলিসি দিয়ে আসে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া(Life Insurance Corporation Of India)।

২৯ শে নভেম্বর এলআইসি একটি নতুন বিমা পরিকল্পনা নিয়ে এসেছে। যেটির নাম লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জীবন উৎসব প্ল্যান(Jeevan Utsav Plan) 871। এই প্ল্যানটি বিমা, সঞ্চয় এবং পেনশন সব কিছুরই একটি মিলিত পলিসি। এই প্ল্যান মার্কেড লিঙ্কডের পরিবর্তে নিশ্চিত রিটার্ন অফার করে থাকে। এই জীবন উৎসব প্ল্যান একটি বিস্তৃত বিমা পরিকল্পনা যেটি নিশ্চিত রিটার্ন এবং দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা প্রদান করে থাকে।

এই প্ল্যানের ক্ষেত্রে মৃত পলিসি হোল্ডারের পরিবারকে মেয়াদ পূর্তির আগে যেকোন সময় আর্থিক সুরক্ষা দেওয়া হয়ে থাকে। এতে সীমিত প্রিমিয়াম পেমেন্ট বিকল্প রয়েছে। এই প্ল্যানে পুরো প্রিমিয়াম পরিষদের মেয়াদ ৫ বছর থেকে ১৬ বছর পর্যন্ত রয়েছে। পলিসি শুরু করার আগে পলিসি হোল্ডারকে নিম্নলিখিত দুটো বিকল্প দেওয়া হয়ে থাকে। এই বিকল্প অনুযায়ী সুবিধা পরিবর্তিত হয়।

আরও পড়ুন: রাজ্য সরকারের এই প্রকল্পে একাউন্টে ঢুকবে ৫ হাজার টাকা, কারা পাবেন এই সুবিধা?

কি সেই বিকল্প?
ফ্লেক্সি ইনকাম বেনিফিট: যে পলিসি হোল্ডাররা নিয়মিত আয়ের বিকল্প বেছে নেন, তারা পলিসির ১১ তম বছর থেকে শুরু করে বার্ষিক পে আউট পাবেন। সঠিক বছর যে পে আউট শুরু হয় তা নির্ভর করে থাকে নির্বাচিত প্রিমিয়াম পেমেন্ট মেয়াদের উপরে। যারা ৫ থেকে ৮ বছরের জন্য প্রিমিয়াম দিয়েছেন তারা ১১ তম বছর পে আউট পেতে শুরু করবেন। আর যারা ১০ বছরের মত দীর্ঘ প্রিমিয়াম পেমেন্টের মেয়াদ বেছে নিয়েছেন, তারা ১৩ তম পলিসি বছর থেকে পে আউট পাবেন।

এই পলিসির ক্ষেত্রে পলিসি হোল্ডাররা পলিসি বছরের শুরুর ছয় মাস আগে যে কোন সময়ে পলিসি সূচনাকালে তাদের বাছা বিকল্পটি পরিবর্তন করে নিতে পারে।

আরও পড়ুন: অবশেষে গল্পের মেইন ট্র‍্যাক এলো! ফুলকির নতুন প্রোমো আসতেই মন ভালো হয়ে গেল দর্শকদের

এই পলিসিতে আর কি কি সুবিধা রয়েছে?
১)১৮ বছর বয়স থেকে শুরু করে ১০০ বছর বয়স পর্যন্ত আজীবনের জন্য গ্যারান্টি যুক্ত আয় মিলবে।
২) নিয়মিত আয়ের সুবিধা বা ফ্লেক্সি আয়ের সুবিধা বেছে নেওয়ার বিকল্প এটি।
৩) প্রিমিয়াম পরিষদের মেয়াদ পর্যন্ত প্রতি হাজারে ৪০ টাকা মিলবে।
৪) বেনিফিট পাবার ছয় মাস আগে আয় সুবিধার ধরন পরিবর্তন করতে পারবেন।
৫) এছাড়া ৫ বছর থেকে ১৬ বছর বয়স পর্যন্ত প্রিমিয়াম পেমেন্টর মেয়াদের বিকল্প দেওয়া হচ্ছে।
৬) ৯০ দিনের শিশু থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত ব্যক্তির জন্য পলিসি দেওয়া যেতে পারে।
৭) প্রত্যেক বার্ষিক এবং বার্ষিক চক্রবৃদ্ধি ৫.৫ শতাংশ-এর আকর্ষণীয় বিনিয়োগ হারে আয় স্থির করার এবং জমা করার বিকল্প দেওয়া হচ্ছে এই পলিসিতে।

আপনি যদি এই পলিসি কিনতে চান তাহলে অফলাইনে লাইসেন্সপ্রাপ্ত এজেন্ট, কর্পোরেট এজেন্ট, ব্রোকার, বিমা বিপণন সংস্থার পাশাপাশি অনলাইনে সরাসরি LIC ওয়েবসাইট www.licindia.in -এর মাধ্যমে কিনতে পারবেন।

Avatar

Papiya Paul

X