নিউজশর্ট ডেস্ক: বহু মানুষ অর্থ বিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিস এবং ব্যাঙ্কের উপরে নির্ভর করে থাকে। এর পাশাপাশি এলআইসির উপরেও বহু মানুষ নির্ভরশীল। গ্রাহকদের সুবিদার্থে LIC-র তরফ থেকে নানা রকমের প্ল্যান নিয়ে আসা হচ্ছে। তবে এই সমস্ত প্রকল্প ছাড়াও আরো অনেক সুবিধা দিচ্ছে LIC .
আপনার যদি কোনো বিশেষ কারণে টাকার প্রয়োজন হয় তাহলে এলআইসি পলিসির মাধ্যমে আপনি লোন পেতে পারেন। আজকের এই প্রতিবেদনে এলআইসি পলিসির(LIC Personal Loan) মাধ্যমে কিভাবে লোন পাবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্যও আপনাদেরকে জানাবো।
এলআইসির লোনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন? আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, বিদ্যুৎ বিল, স্থায়ী ঠিকানা ইত্যাদি।
কত টাকা লোনে কত সুদ দিতে হবে? আপনার যদি এলআইসি পলিসির মাধ্যমে ১ লক্ষ টাকার পার্সোনাল লোন প্রয়োজন হয়। তাহলে আপনি এক্ষেত্রে ৫ বছরের জন্য ইএমআই হিসেবে লোন নিতে পারবেন। আপনাকে সুদ দিতে হবে ৯ শতাংশ হারে। প্রত্যেক মাসে আপনাকে EMI হিসাবে জমা করতে হবে ২০৭৬ টাকা।
লোণের জন্য কিভাবে আবেদন করবেন? আপনি যদি এলআইসির এই লোনের জন্য আবেদন করতে চান, তাহলে এর জন্য প্রথমে আপনাকে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে পার্সোনাল লোনের বিকল্প বেছে নিতে হবে। সেখানে গিয়ে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে হবে।
আপনার সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা হলে এলআইসি যাচাই করার পর আপনাকে লোন প্রদান করবে। আর আপনি যদি অফলাইনে লোন নিতে চান তাহলে নিকটস্থ এলআইসি অফিসে গিয়েও আবেদন জমা করতে পারেন। তবে মনে রাখবেন, পার্সোনাল লোনের ক্ষেত্রে আবেদনকারীরা ক্রেডিট স্কোর, তার বার্ষিক আয়, এবং কোন সময়ের জন্য ঋণের প্রয়োজন, যোগ্যতা সমস্ত কিছুই নির্ভর করে।