LIC will enter Health Insurance market plans to buy share of an Private Company

সস্তায় স্বাস্থ্যবীমা পাবেন আপনিও, নতুন বছর থেকেই নয়া সুবিধা আনছে LIC

পার্থ মান্নাঃ দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়াত্ত বীমা কোম্পানি হল লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC। প্রায় প্রতিটা ভারতীয়েরই কমবেশি একটি হলেও LIC করানো থেকেই। ছোট থেকে বড় সমস্ত বয়সের জন্যই একাধিক ধরণের লাইফ ইন্সুরেন্স অফার করে থাকে এলআইসি। তবে এবার জানা যাচ্ছে স্বাস্থ্য বীমার ক্ষেত্রেও এন্ট্রি নিতে চলেছে রাষ্ট্রায়াত্ত বীমা সংস্থাটি।

স্বাস্থ্য বীমা বিক্রি করবে LIC

যেমনটা জানা যাচ্ছে চলতি বছরের শেষের দিকেই স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্সুরেন্স কোম্পানিতে মোটা বিনিয়োগ করতে পারে এলআইসি। LIC এর চেয়ারপার্সন সিদ্ধার্থ মহান্তিই একথা জানিয়েছেন। গতকাল অর্থাৎ ৮ই নভেম্বর একটি কনফারেন্স তিনি জানান, ইতিমধ্যেই স্বাস্থ্য বীমা কোম্পানির অংশীদারিত্ব কেনার কাজ চলছে। নিয়ন্ত্রকের অনুমোদন পেয়ে গেলেই স্বাস্থ্য বীমা বিক্রি শুরু করবে LIC। যদিও কোন কোম্পানিতে বিনিয়োগ করা হবে সেসম্পর্কে কিছুই জানানো হয়নি।

আগেই মিলেছিল ইঙ্গিত

স্বাস্থ্য বীমা কোম্পানিতে যে বিনিয়োগ হতে পারে তার ইঙ্গিত আগেই মিলেছিল। বিগত জুন মাসের কোয়ার্টারের পার্ফমেন্স ঘোষণার সময়েই চেয়ারপার্সন সিদ্ধার্থ মহান্তি জানিয়েছিলেন, ২০২৫ সালে স্বাস্থ্য বীমা কোম্পানি অধিগ্রহণ হতে পারে। একইসাথে জানানো হয়েছিল যে LIC তার বীমাগুলিকে নতুন নিয়ম মেনে সাজিয়ে তুলেছে।

একবছরে ৪৮% বেড়েছে LIC এর শেয়ার

বর্তমানে LIC এর শেয়ার দাম চলছে ৯১৫.৫৫ টাকা যেটা গতকাল অর্থাৎ শুক্রবারের তুলনায় ১.৫২% কম। এছাড়া যদি বিগত একমাসের পারফর্মেন্সের দিকে লক্ষ্য করা যায় তাহলে ৬% মত পড়েছে দাম। তবে একবছরের নিরিখে অনেকটাই  শক্তিশালী হয়েছে শেয়ার। হিসেবে বলছে বিগত ১ বছরের মধ্যে প্রায় ৪৮% শক্তিশালী হয়েছে এলআইসি এর শেয়ার।

প্রসঙ্গত, সেপ্টেম্বর এর ত্রিমাসিক বৃদ্ধির রিপোর্টে লাভের পরিমাণ বেশ কিছুটা কমেছে। গতবছর যেখানে ৮০৩০.২৮ কোটি টাকার লাভ হয়েছিল সেখানে এবছর লাভের পরিমাণ ৩.৭৫% কমে ৭৭২৯ কোটি টাকা হয়ে গিয়েছে। তবে গতবছর যেখানে পলিসি প্রিমিয়ামের দরুন ১.২ লক্ষ কোটি টাকা আয় হয়েছিল সেটা এবছর কিছুটা বেড়ে ১.৫ লক্ষ কোটি টাকা হয়েছে। অর্থাৎ প্রায় ১১.৫% বৃদ্ধি হয়েছে নেট প্রিমিয়াম থেকে আয়ে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X