নিউজশর্ট ডেস্কঃ গ্রাহকদের কথা মাথায় রেখে রোজ নতুন নতুন পলিসি নিয়ে হাজির হচ্ছে এলআইসি (LIC)(Life Insurance Corporation Of India)। দেশের লাখো মানুষের ভরসা এই সংস্থা। আজকের দিনে যেখানে বিভিন্ন ধরণের বীমা মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে সেখানে এলআইসির মতো বড়ো ভরসাযোগ্য খুব কম সংস্থাই আছে।
সম্প্রতি এক নতুন যোজনা নিয়ে এসেছে সংস্থাটি। পলিসিটির নাম এলআইসি জীবন লাভ পলিসি (LIC Jeevan Labh Policy)। যেখানে মাত্র ২৬২ টাকা লগ্নি করেই পেতে পারেন ২০ লক্ষ টাকা। মোটা অঙ্কের রিটার্নের পাশাপাশি জীবন বীমারও সুবিধা দেবে এই পলিসি। আসুন আজ এই প্রতিবেদনে জেনে নিই বিস্তারিত। এলআইসির জীবন লাভ পলিসির অধিনে প্রতিদিন ২৬২ টাকা করে বিনিয়োগ করলে একটা সময়ে রিটার্ন বাবদ আপনি পেতে পারেন প্রায় ২০ লক্ষ টাকা। জানিয়ে রাখি ইতিমধ্যেই দেশের বহু মানুষই এই প্রকল্পে টাকা বিনিয়োগ করে তার সুবিধা ভোগ করছে।
প্রসঙ্গত, এতে মোট তিনটি স্কিম রয়েছে। ১৬ বছর, ২১ বছর এবং ২৫ বছর মেয়াদের তিনটি স্কিমে নিজের সুবিধা মতো বিনিয়োগ করতে পারে গ্রাহকরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এলআইসির এই পলিসিটি এমন এক পলিসি যাতে বীমা কভারের সাথে সঞ্চয়ের বিকল্পও পাওয়া যায়।
এই স্কিমে বিনিয়োগ করার নূন্যতম বয়স হলো ৮ বছর এবং সর্বোচ্চ ৫৯ বছর বয়স। LIC-এর ওয়েবসাইটে রে তথ্য দেওয়া আছে সেই অনুযায়ী, দৈনিক ২৬২ টাকা হিসেবে কর সহ মাসিক ৭৯১৬ টাকা বিনিয়োগ করতে হবে। এবং আপনি যদি এটি ১৬ বছরের স্কিমে নিয়োগ করেন তাহলে ২০ লক্ষ টাকা পেতে পারেন।
অপরদিকে আপনি যদি ২৫ বছরের স্কিমটি নেন তাহলে সেক্ষেত্রে আপনি ম্যাচিউরিটির উপর ২০ লক্ষ টাকা গ্যারান্টি পেতে পারেন। এলআইসি তার গ্রাহকদের জন্য সেরা পরিকল্পনা নিয়ে আসে বছর বছর। যা বিনিয়োগের সাথে সাথে নিরাপত্তার সুবিধাও দেয়। তাই আপনিও নিজের অর্থ সুরক্ষিত রাখতে আজই বিনিয়োগ করুন এলআইসির এই পলিসিতে।