পার্থ মান্নাঃ আবহাওয়া শুষ্ক থাকলেও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে বেশ কয়েকটি জেলায়। তবে আগামী দু এক দিনের মধ্যেই নিম্নচাপটি আরও পশ্চিমে এগিয়ে যেতে পারে। আজ রবিবার ঘুরতে বেরোনোর প্ল্যান করে থাকলে চলুন দেখে নেওয়া যাক কেমন থাকবে আজকের আবহাওয়া।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই কলকাতার আকাশ বেশ পরিষ্কার। ভোরের দিকে কিছুটা কুয়াশার দেখা মিলেছিল। বেলা বাড়লে আকাশে অল্প মেঘের দেখা পাওয়া যেতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়া কমবেশি শুষ্ক প্রকৃতিরই থাকবে। তবে নিম্নচাপৰ প্রভাবে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টি হতে পরে নিম্নচাপের প্রভাবে। যদিও বাকি জেলাগুলির কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের মত উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আজ রবিবারে কোথাও বৃষ্টি নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। পর্যটকেরা যারা এই সময় উত্তরবঙ্গ ভ্রমণে গিয়েছেন তারা নিশ্চিন্তে ঘুরতে পারেন। তবে মঙ্গলবার থেকে আবারও বৃষ্টির দেখা মিলতে পারে উত্তরবঙ্গের কিছু জেলায়।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবারও আবহাওয়া কমবেশি একই রকম থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। দক্ষিণের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের বাকি সব জেলা শুষ্ক থাকলেও দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
কবে আসবে শীত?
নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেলেও তাপমাত্রা খুব একটা কমেনি। মূলত পশ্চিমি ঝঞ্জার কারণেই উত্তুরে হওয়ার প্রবেশ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে আগামী ১৫ই নভেম্বরের পর থেকে তাপমাত্রা কমবে ফলে আবহাওয়া বদলাতে শুরু হবে। মৌসম ভবনের মতে এবছর জাঁকিয়ে ঠান্ডা পড়তে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে।