South Bengal Weather Update heavy rain in most districts due to low pressure formation

তাপমাত্রা কমলেও ঘুরে ফিরে ফের বৃষ্টির আশঙ্কা ৬ জেলায়, দেখে নিন আজকের আবহাওয়ার খবর

পার্থ মান্নাঃ ধীরে ধীরে বাংলার তাপমাত্রা কিছুটা হলেও কমতে শুরু করেছে। রাতের দিকে বা ভোরের বেলায় কুয়াশা পড়তে দেখা যাচ্ছে। তবে এখনও সম্পূর্ণ কাটেনি বৃষ্টির সম্ভাবনা। আজ মঙ্গলবারও বাংলার একাধিক জায়গায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন বা IMD। তাই কাজে বেরোনোর আগে দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া

আজকের আবহাওয়া

আজ সকাল থেকে আকাশ যথেষ্ট পরিষ্কার। এমনকি তাপমাত্রাও বেশ কিছুটা কমই রয়েছে যার জেরে গায়ে চাদর দিতে হয়েছে অনেককেই। এককথায় বলতে গেলে হেমন্তের আমেজ মিলছে কলকাতায়। তবে বেলা বাড়লে উষ্ণতা বাড়বে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া

আজ কিছু জেলায় সকাল থেকেই মেঘমুক্ত আকাশ থাকলেও কিছু জেলায় মেঘের দেখা মিলেছে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টি হলেও হতে পারে বলে জানানো হয়েছে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ ৫ই অক্টোবর মঙ্গলবার উত্তরবঙ্গের আকাশে কিছুটা হলেও ঝঞ্ঝা রয়েছে বলে জানা যাচ্ছে। হাওয়া অফিসের শেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে খুব ভারী বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। তাই যারা এই সময় উত্তরবঙ্গ ভ্রমণে গিয়েছেন তাদের সাথে ছাতা রাখলেই ভালো।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ ৬ই অক্টোবর বাংলার বিভিন্ন জেলায় ছট পুজো পালিত হবে। এই উৎসবের দিনে দক্ষিণের কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এদিকে উত্তন্যেও দার্জিলিং, কালিম্পঙ ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X