Rain Forecast in North Bengal See West Bengal Tomorrow's Weather Update

বঙ্গোপসাগরে নয়া দুর্যোগের জেরে ফের বৃষ্টি! কবে আসবে শীত? দেখুন আগামীকালের আবহাওয়া

পার্থ মান্নাঃ ঘূর্ণিঝড় দানা চলে যাওয়ার পর ফের একবার উষ্ণতা বাড়তে শুরু করেছিল পশ্চিমবঙ্গে। তবে কালীপুজোর পর থেকেই সেই তাপমাত্রা বৃদ্ধিতে পতন দেখা গিয়েছে। রাতের বেলা হোক বা ভোরের দিকে শিশির পড়া থেকে কুয়াশার দেখা মিলেছে। যার জেরে হেমন্তের আগমন স্পষ্ট হয়েছে। তবে এখনও সম্পূর্ণভাবে বৃষ্টির সম্ভাবনা মিটে যায়নি। নতুন করে নিম্নচাপের সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে এমনটাই জানাচ্ছে মৌসম ভবন বা IMD। তাহলে আগামীকাল বা বুধবার কেমন থাকবে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক হাওয়া অফিসের রিপোর্ট।

আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসের শেষ প্রকাশিত রিপোর্ট বলছে আজকের মত কালকের দিনেও কলকাতা শহরের আকাশ মেঘমুক্ত থাকবে। মাঝে একটু আধটু মেঘের আনাগোনা হলেও তাতে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। আগামীকাল অর্থাৎ ৬ই নভেম্বর কলকাতর সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া

দক্ষিণের জেলাগুলিতে যদিও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বললেই চলে। তবে উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব থেকে উত্তুরে বাতাস ঢুকছে পশ্চিমবঙ্গে। যার জেরে কলকাতা সহ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। যদিও ভারী বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া

দক্ষিণের আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হলেও উত্তরে বিগত কয়েকদিন যাবৎ বৃষ্টি লেগেই রয়েছে। আগামীকাল অর্থাৎ ৬ই নভেম্বর দার্জিলিং, জলপাইগুড়ি থেকে কালিম্পঙ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আবহাওয়া খুব একটা খারাপ হবে না উত্তরে। কমবেশি শুষ্ক আবহাওয়া বজায় থাকবে ও তাপমাত্রা সামান্য কমবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, বাঙালি শীতের অপেক্ষা করলেও এবছর বর্ষার মত শীতও দেরিতে আসবে বলে আগেই জানিয়ে দিয়েছে মৌসম ভবন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে মনে করা হচ্ছে। তার আগে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। তবে সকলেই ডিসেম্বরের শীতের অপেক্ষায়।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X