Liquor Price Hike by Government of West Bengal

সুরাপ্রেমিদের মাথায় বাজ ফেলল পশ্চিমবঙ্গ সরকার! কতটা বাড়ছে মদের দাম জানেন?

নিউজশর্ট ডেস্কঃ সামনেই বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। আর হাতে গোনা মাত্র ৮০ দিনের অপেক্ষা। এই উৎসবের মরশুমে সুরা প্রেমীদের জন্য এল এক দুঃ সংবাদ। সব ধরনের মদের দাম এক ধাক্কায় অনেকটা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (State Government)। সম্প্রতি লোকসভা ভোটে জেতার পরই নানা বিষয়ে চিন্তা ভাবনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার মদের দাম বৃদ্ধি (Liquor Price Increase) নিয়েও সিদ্ধান্ত নিল রাজ্য।

অনেকেই আছেন যারা প্রতিদিন মদ্যপান করেন তো আবার অনেকেই আছেন যারা কিনা বিশেষ কোনো দিনে খান। তবে সেসব এখন ভুলতে হবে, কারণ এক ধাক্কায় ব্যাপক দাম বাড়তে চলেছে মদের। বিগত কিছু আগে বিয়ারের দাম কমার পরে বেড়েছিল। তবে ফের বাড়তে চলেছে বিয়ারের দাম। কিন্তু কেবল বিয়ার নয়, সব ধরনের দামই বাড়তে চলেছে।

কবে থেকে বাড়ছে মদের দাম?

আএমএফএল ও ফরেন লিকারের দাম গড়ে ৫-৭ শতাংশ বাড়তে পারে। দেশি মদ বা কান্ট্রি স্পিরিটের দাম বোতলে ৫-১০ টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় আগামী ২৬ জুলাই সেই সংক্রান্ত বিড জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৯ জুলাই সেই সংক্রান্ত বিড খোলা হবে। এরপর ১৪ অগাস্ট নতুন দাম কার্যকর করবে রাজ্য।

Liquor price about to increase

এর আগে ২০২১ সালে পশ্চিমবঙ্গে দাম বেড়েছিল মদের। এরপর ২০২২ সালে বিয়ারের দাম কমিয়েছিল রাজ্য সরকার। এবার আবার ফের বিয়ার সহ সব মদেরই দাম বাড়ার তুমুল সম্ভাবনা রয়েছে। রিপোর্ট অনুযায়ী ৬০০ মিলিলিটারের যে দেশি মদের বোতল রয়েছে তার দাম বর্তমানে ১৫৫ টাকা। নতুন দাম হতে পারে ১৬০ টাকা।

আরও পড়ুনঃ ৬০০০এরও বেশি শূন্যপদ, সাথে মোটা মাইনে! পুজোর আগেই চাকরির ঝুলি খুলল পশ্চিমবঙ্গ সরকার

এছাড়াও ৩০০ ও ৩৫০ মিলি মদের ছোট বোতলের দাম যথাক্রমে ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯০ ও ৯৫ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হবে। রাজ্য সরকারের আয় বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।অন্যদিকে বিয়ারের বোতলের দাম ১৩৫ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১৫০ টাকা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, বাংলার মদের এমআরপি নির্ধারিত হয় ঘোষিত দাম, আবগারি শুল্ক, অতিরিক্ত আবগারি শুল্ক, উৎপাদনের জন্য রেজিস্ট্রেশন ফি, ডিস্ট্রিবিউটর মার্জিন, পাইকারি বিক্রেতার মার্জিন, খুচরো বিক্রেতার মার্জিন এবং একটি বিশেষ উদ্দেশ্য ফি যা রাজ্য দায়িত্বশীল মদ্যপানকে উত্সাহিত করার জন্য আরোপ করে।

Avatar

Koushik Dutta

X