দলের পরিসর বাড়ানোর জন্য গোয়ায় গিয়েছেন তৃণমূলের দল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেখতে পাওয়া গেল বড়োসড়ো চমক। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। পানাজিতে শুক্রবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে নেন লিয়েন্ডার পেজ। মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
টেনিস তারকা লিয়েন্ডার পেজ সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। অলিম্পিকসে সিঙ্গলসে ব্রঞ্চজয়ী এই তারকা ডাবলসে আটটি গ্র্যান্ড স্ল্যাম এবং মিক্সড ডাবলসে ১০টি গ্র্যান্ডস্ল্যাম জেতার কৃতিত্ব রয়েছে তাঁর। ভারতের খেলাধুলোয় সর্বোচ্চ সম্মান খেলরত্ন পেয়েছেন। কেন্দ্র তাঁকে পদ্মশ্রী, পদ্মভূষণ, অর্জুন পুরস্কারেও সম্মানিত করেছে।
লিয়েন্ডার তৃণমূলে যোগ দেওয়ার পিছনে একটি বড়সড় তাৎপর্যপূর্ণ কারণ আছে। লিয়েন্ডার কলকাতার ছেলে। পড়াশোনা করেছেন কলকাতাতে। এমনকি জন্মসূত্রে মাইকেল মধুসূদন দত্তের বংশধর তিনি। মা জেনিফার পেজ কবি মাইকেল মধুসূদন দত্তের প্রপৌত্রি। সেই সূত্রে কলকাতার লা মার্টিনিয়েরে পড়াশোনা করেছেন লিয়েন্ডার পেজ। তাই বাংলায় এবং গোয়ার দুই রাজ্যের ছেলে বলা যায় লিয়েন্ডারকে।
লিয়েন্ডার পেজ ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী নাজিফা আলী। জাতীয় স্তরের সাঁতারু তথা প্রাক্তন মিস ইন্ডিয়া নাসিফা আলী ২০০৪ সালে দক্ষিণ কলকাতা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এরপর ২০০৯ সালে দলবদল করে তিনি নগ্ন কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী হন, কিন্তু সেবারও জিততে পারেননি। অবশেষে তিনি যোগদান দিলেন তৃণমূলে।
৩ দিনের সফরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার সকালে পানাজি তৃণমূল কর্মীদের নিয়ে সভা করতে গিয়ে তিনি বলেন, “আমি বহিরাগত নই। আমি আপনাদের মনের মত। আমি বাংলার মেয়ে। ভারত যদি আমার মাতৃভূমি হয়ে থাকে, তবে বাংলা ও গোয়াও আমার মাতৃভূমি। ১০ বছর আগে ফিল্ম ফেস্টিভ্যালে এসেছিলাম আমি গোয়াতে। এছাড়াও রেল মন্ত্রী হিসেবে এখানে এসেছি। আমি গোয়ার উন্নয়নের জন্য কাজ করতে চাই, গোয়ার মুখ্যমন্ত্রী হতে চাই না”।