Koushik Dutta

লোকাল ট্রেনের মান্থলি নিয়ে সমস্যা দুর করল রেল, যাত্রীরা জানলে খুশিই হবেন

প্রায় ৮ মাস বন্ধ থাকার পর বাংলায় চলবে লোকাল ট্রেন। এই অবস্থায় যাত্রীদের অনেকের মনে প্রশ্ন, আগে যে মান্থলি ছিল সেটার কী হবে। কারণ ওগুলো স্বভাবতই শেষ হয়ে গিয়েছে আগেই। পূর্ব রেলের পক্ষ থেকে বলা হয়েছে এই মান্থলিতেই চলবে। কোনও সমস্যা নেই। বুধবার থেকে ট্রেন চলবে। তার দুদিন আগে গিয়ে ওই একই কাউন্টার থেকেই মেয়াদ বাড়িয়ে নেওয়া যাবে। লকডাউনের শুরু থেকে লোকাল ট্রেন বন্ধ থাকার এই গোটা সময়টা মান্থলি বা সিজিন টিকিটের মেয়াদে ধরা হবে না।