বর্তমানে প্রতিযোগিতার বাজারে কেউ বা ছুটছেন সরকারি চাকরির(Govt Job) পেছনে। তো কেউ বা জীবন জীবিকা কিভাবে নির্বাহ করবেন সেই ভাবনায় বিভোর হয়ে দিশেহারা হয়ে পড়ছেন। সঠিক পরিকল্পনার অভাবে ব্যবসায় নেমেও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে অনেককেই। তবে বর্তমান সময়ে ব্যবসায়ে লাভের দিশা দেখাচ্ছে মৌমাছি প্রতিপালন(Honey Cultivation)। এই ব্যবসায় আগ্রহী হয়ে যারা একবার ধরে ফেলছেন তাদের অবস্থা বর্তমানে সোনায় সোহাগা। এই ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা বর্তমানে পাল্লা দিচ্ছেন অন্যান্য ব্যবসার সাথে।
বর্তমানে সমাজ যতই উন্নত হচ্ছে ততই বাড়ছে প্রতিযোগিতার আসর। তাই সরকারি চাকরি কিংবা বড়সড় করে ব্যবসায় নামার ক্ষেত্রে নেমে আসছে প্রতিকূলতা। সম্মুখের বাধা পেরতে গিয়ে হতাশায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। তবে মধু চাষ কিংবা মৌমাছি প্রতিপালন ব্যবসায়ীদের দেখাচ্ছে নতুন পথ। সাধারণ বেকার যুবক কিংবা সাধারণ মানুষকে স্বনির্ভর করতে এই ব্যবসায় সহযোগিতা করছে সরকার। এমনকি এই ব্যবসার জন্য লোন প্রদান থেকে ভর্তুকি, সবই ব্যবস্থা করছে সরকার।
বর্তমান সমাজ ব্যবস্থায় কর্মব্যস্ততার মাঝে সুস্বাস্থ্যের সন্ধানে নানান পদ্ধতি অবলম্বন করছেন সাধারণ মানুষ। অনিয়মিত জীবনচর্চা কিংবা অনিয়মিত খাওয়া-দাওয়ার ফলে শরীরে তৈরি হওয়া রোগ থেকে মুক্তি পেতে একাধিক উপাদানকে গ্রহণ করে নিচ্ছেন অতি সহজেই। তবে দৈনন্দিন জীবনে সমস্ত কিছুকে পেছনে ফেলে চাহিদা বাড়ছে মধুর। বাজারের চাহিদা মেটাতে অনেকেই এই মধু বিক্রি নিজেদের পেশা হিসেবে বেছে নিচ্ছেন। ফল পাচ্ছেন হাতেনাতে। তবে বর্তমানে একাধিক কোম্পানি MSME সেক্টরের আওতায় প্রোগ্রাম চালিয়ে মধু তৈরি করে ব্যবসা বাড়াচ্ছে।
সামান্য কিছু মৌচাক দিয়েই এই ব্যবসা শুরু করা সম্ভব। যার জন্য প্রয়োজন প্রাথমিক জ্ঞান এবং প্রয়োজনীয় কিছু সরঞ্জাম। কম বিনিয়োগে বছর শেষে মোটা টাকা লাভ করতে বর্তমান সময়ে মধু চাষের বিকল্প নেই। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মধু প্রস্তুত ব্যবসা শুরু করার জন্য ৬৫ শতাংশ ঋণের সাথে ২৫ শতাংশ ভর্তুকীর ব্যবস্থা করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। ফলে সামান্য কিছু অর্থ বিনিয়োগ করেই কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে এই ব্যবসায় নামছেন বহু মানুষ।
এই ব্যবসায় যদি লাভের কথা বলা হয় তাহলে এক রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী একজন মধু ব্যবসায়ী এক বছরে ১০০০০ কেজি মধু প্রস্তুত করতে সক্ষম। বাজারে যার কেজি প্রতি মূল্য ২৫০ টাকা। বছর শেষে একজন মধু চাষী যে পরিমাণ মধু প্রস্তুত করে বাজারদর অনুযায়ী সেই মধু বিক্রি করে মোট বিক্রিত অর্থ প্রায় ২৫ লক্ষ টাকা। তবে এই মধু বাজারজাত করতে কিংবা প্রতিপালন এবং শ্রমিক খরচ সহ বিভিন্ন খরচ বাদ দেওয়ার পরেও বছরে একজন মধু চাষী উপার্জন করে প্রায় ৯-১০ লক্ষ টাকা। যার কারণে যে কোন ব্যবসার সাথে পাল্লা দেবে এই ব্যবসা।