নিউজশর্ট ডেস্কঃ আপনি যদি একেবারেই কম পুঁজিতে কোন ব্যবসা(Business) করার কথা ভেবে থাকেন। তাহলে এই ব্যবসা শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। পুরুষ এবং মহিলা নির্বিশেষে যে কেউ এই ব্যবসা শুরু করতে পারেন। চলুন তাহলে এই প্রতিবেদনে নতুন বিজনেস আইডিয়া(Business Idea) সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো যাক।
আপনি ডিজাইনার মাটির পাত্র এবং মাটির ভাঁড়ের ব্যবসা শুরু করতে পারেন। ভারতে এই মুহূর্তে প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার মোটামুটি নিষিদ্ধ করা হয়েছে। তাই এক্ষেত্রে মাটির পাত্র ব্যবহার করা সবথেকে ভালো সময়। সরকারের তরফ থেকেও এই ধরনের ব্যবসার প্রচার শুরু করা হয়েছে। স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চা পানের জন্য মাটির ভাঁড় ব্যবহার করেন।
এই ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে প্রায় এক লক্ষ টাকা বিনিয়োগ করার প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনাকে একটি মেশিন কিনতে হবে। এই মেশিনের সাহায্যে ডিজাইনার মাটির পাত্র, ভাঁড়। অন্য জিনিস খুব সহজেই বানাতে পারবেন অটোমেটিক ভাবে। আর মেশিন চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিছুটা টাকা খরচ হয়। তবে একবার এই ব্যবসা শুরু করতে পারলে এখান থেকে মোটা টাকা খুব সহজেই উপার্জন করা যায়।
ধরুন, প্রত্যেকটি ডিজাইনার মাটির পাত্র বা ভাঁড় তৈরি করতে যদি আপনার ১০-১৫ টাকা খরচ হয়। তাহলে আপনি খুব সহজেই সেটি ৮০ থেকে ১০০ টাকাতেও বিক্রি করতে পারবেন। তবে দাম বাড়ালে সে ক্ষেত্রে ডিজাইন অনেক বেশি আকর্ষণীয় হতে হবে। আপনার কাছে অর্থের যোগান কম থাকলে এই ধরনের ব্যবসা শুরু করর জন্য লোন দিচ্ছে সরকার।
আপনি অফলাইনে দোকান খুলে ব্যবসা করার পাশাপাশি অনলাইনেও এই সমস্ত জিনিস বিক্রি করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের বড় বড় সংস্থাতে বেশি দামে এই জিনিস বিক্রি করতে পারেন। তবে এক্ষেত্রে ডিজাইন যত বেশি আকর্ষণীয় এবং সুন্দর হবে সেখানে আপনি দাম বেশি বাড়াতে পারবেন এবং আপনার মোটা টাকা লাভ হবে।