Business Idea

Business Idea: বাড়িতে বসেই প্রচুর টাকা ইনকামের দুর্দান্ত সুযোগ, এই ব্যবসায় হবে ব্যাপক লক্ষীলাভ

নিউজশর্ট ডেস্কঃ এখন শুধু চাকরি করে সেই অর্থ দিয়ে সংসার চালানো মুশকিল। আর তাই চাকরি ছাড়াও বাড়তি অর্থ উপার্জনের চেষ্টা করছেন বহু মানুষ। সেক্ষেত্রে অনেকেই ছোট ব্যবসা এবং বাড়িতে বসে কিছু করার চিন্তাভাবনা করছেন। তবে যে কোন ব্যবসা(Business) শুরু করার আগে মূলধনের প্রয়োজন হয়। আজকের এই প্রতিবেদনে এমনই একটি ব্যবসার আইডিয়া(Business Idea) সম্পর্কে আলোচনা করব। যেখানে মূলধন বিনিয়োগ করার কোন প্রয়োজন নেই। আর এই ব্যবসা পুরুষ এবং মহিলা উভয়ই করতে পারবেন।

চলুন তাহলে এই নতুন ব্যবসা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনি বাড়িতে বসেই ঠিকানা যাচাই করণ এজেন্সির ব্যবসা শুরু করতে পারেন। এক্ষেত্রে উচ্চ শিক্ষার প্রয়োজন নেই। উচ্চমাধ্যমিক পাশ হলেও আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। এই কাজে আপনাকে কাস্টমারের বাড়ি বাড়ি যেতে হবে ঠিকই কিন্তু কোন পণ্য বিক্রি বা ডেলিভারি করতে নয়। আপনাকে শুধুমাত্র গ্রাহকের সঙ্গে দেখা করতে হবে। তার ঠিকানা যাচাই করতে হবে।

এই কাজ আপনি কোন বড় কোম্পানির হয়ে করতে পারেন, সেই কোম্পানি এই কাজের পরিবর্তে আপনাকে টাকা দেবে। সঠিকভাবে যদি ব্যবসা করতে পারেন তাহলে প্রত্যেকদিন ৫০০ থেকে ১০০০ টাকা রোজগার করা যায়। আর অনেক সময় এর থেকেও বেশি টাকা আয় হয়। বিভিন্ন লোন প্রদানকারী ব্যাংক বা নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি গ্রাহকের ঠিকানা যাচাই করণের জন্য অনেক সময় প্রয়োজন হয়। তখন আয় করার সম্ভাবনা আরো বেশি থাকে।

আরও পড়ুন: মাত্র ১০ হাজার টাকায় শুরু করুন মোমবাতির এই ইউনিক ব্যবসা, বাড়িতে বসেই কামাবেন কয়েক হাজার টাকা

কিছু কিছু কোম্পানি আছে যারা একটি পরিবারের ঠিকানা যাচাই করার জন্য বহু ক্ষেত্রে ৫ হাজার টাকা পর্যন্ত দিয়ে থাকে। এই কাজের জন্য আপনাকে কোন অফিস খোলার প্রয়োজন নেই। নিজের বাড়িতেই কিছুটা জায়গা নিয়ে আপনি এই কাজ শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনার অফিস ভাড়া এবং বিদ্যুৎ বিলের খরচ অনেকটা কমবে। ভারতের মহিলারা যারা বাড়িতে বসে থাকেন কিংবা গৃহবধূ তাদের ক্ষেত্রে এই ব্যবসা একটি ভালো পরিকল্পনা হতে পারে। এছাড়া অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এই কাজটা খুব ভালোভাবে করতে পারেন। চাকরির অবসরের পর এই কাজ করে মোটা টাকা রোজগার করা সম্ভব হয়।

Papiya Paul

X