LPG GAS Cylinder at almost half price in Ladli Behna Scheme

এবার মাত্র ৪৫০ টাকায় মিলবে LPG গ্যাস সিলিন্ডার, রাজ্য সরকারের ভর্তুকি পেতে এভাবে করুন আবেদন

পার্থ মান্নাঃ মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস ওঠার জোগাড় গরিব থেকে মধ্যবিত্তের। চাল, ডাল, শাকসবজি থেকে রান্নার তেল সব কিছুরই দাম বেড়ে চলেছে। এমনকি এমাসের শুরুতেই LPG গ্যাস সিলিন্ডারের দামও বৃদ্ধি পেয়েছে। তবে সেটা কমার্শিয়াল সিলিন্ডারের জন্য এটাই স্বস্তি। অর্থাৎ ব্যবসার কাজের জন্য যে ১৯ কেজির গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয় সেটার দাম ৬১ টাকা বেড়ে গিয়েছে। আর বাড়িতে ব্যবহৃত সিলিন্ডার ৮৩২ টাকাই রয়ে গিয়েছে। তবে এবার জানা যাচ্ছে সাধারণ মানুষকে মূল্যবৃদ্ধি হাত থেকে কিছুটা স্বস্তি দিতে মাত্র ৪৫০ টাকায় LPG সিলিন্ডার দিতে চলেছে রাজ্য সরকার।

প্রায় হাফ দামে গ্যাস সিলিন্ডার দেবে রাজ্য সরকার

হ্যাঁ ঠিক দেখছেন মাত্র ৪৫০ টাকায় পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার। এমনিতে ৮৩২ টাকার সিলিন্ডার বুকিং করলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ১৯ টাকা মত ভর্তুকি দেওয়া হয়। তবে তার উপর রাজ্য সরকারের তরফ থেকে ভর্তুকি দিয়ে গ্যাসের দাম অর্ধেক করে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই রাজ্যের এই সিদ্ধান্তে ব্যাপক খুশি সকলে। তবে জানিয়ে রাখি এই সুবিধা পশ্চিমবঙ্গের বাসিন্দাপাড়া পাবেন না। কারণ এই ভর্তুকি রাজস্থান সরকারের তরফ থেকে চালু করা। হয়েছে

ন্যাশনাল ফুড সিকিউরিটি স্কিমের অধিক গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলিকে সাহায্যের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যার ফলে যদি কোনো পরিবারের বিপিএল কার্ড বা উজ্জ্বলা যোজনায় নাম নাও থাকে তাদের জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের দরুন ৪৫০ তাকে LPG সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করা হবে।

কিভাবে আবেদন করবেন?

যেমনটা জানা যাচ্ছে বর্তমানে প্রায় ৬৮ লক্ষ পরিবার ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট বা NFSA এর অধীনে রয়েছে। তাই এই সমস্ত পরিবারের লোকেরা চাইলে তাদের রেশন কার্ডের সাথে LPG আইডি লিঙ্ক করিয়ে সস্তার গ্যাস সিলিন্ডার পেয়ে যেতে পারেন। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই যারা এই প্রকল্পের জন্য আবেদন করতে চান আগামী ৫ থেকে ৩০শে নভেম্বরের মধ্যে রেশন দোকানে LPG আইডি লিংক করিয়ে নিতে হবে।

বর্তমানে গোটা দেশেই রেশন কার্ড ডিজিটালাইজেশনের পক্রিয়া চালু হয়ে গিয়েছে। পস মেশিনের মাধ্যমে রেশনের স্লিপ বেরিয়ে আসে সেটা দেখেই রেশন পান উপভোক্তারা। সেখানেই eKYC এর মাধ্যমে রেশন কার্ডের সাথে LPG ID সংযোগ করে দিতে হবে। তাহলেই ৪৫০ টাকায় গ্যাস পাওয়া যাবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X