LPG Gas Cylinder

LPG Gas Cylinder: ১ জুন থেকে মিলবে না কোনো ভর্তুকি? পাবেন না গ্যাস! আসল কারণ জেনে নিন

নিউজশর্ট ডেস্কঃ সম্প্রতি এলপিজি(LPG Gas Cylinder) গ্রাহকদের নিয়ে বড় খবর সামনে এসেছিল। সেখানে বলা হয়েছিল যে এবারে সংশ্লিষ্ট ডিলারের কাছে গিয়ে বায়োমেট্রিক প্রমাণিকরণের মাধ্যমে ই-কেওয়াইসি সকলকে করার কথা ঘোষণা করা হয়েছিল। এই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। অনেকের মনে প্রশ্ন উঠেছিল এই বায়োমেট্রিক যাচাই না করলে কি ভর্তুকি বন্ধ হয়ে যাবে?

তবে এবার চিন্তা করার কোনো কারণ নেই। রিপোর্ট মারফত জানা গিয়েছে, বায়োমেট্রিক যাচাই করা না থাকলে এখনই ভর্তুকি বন্ধ হবে না। আপাতত এর নির্দিষ্ট কোন সময়সীমা ঘোষনা করা হয়নি। এক্ষেত্রে জানা গিয়েছে যে গ্রাহকদের বাড়ি গিয়ে ডেলিভারি করার সময় ডেলিভারি কর্মীরাই আধার যাচাই করে নিতে পারবেন।

এবার তেলের সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে আধার লিঙ্ক করার জন্য কোন টাকা লাগবে না। এছাড়া গ্রাহকেরা চাইলে ইন্ডিয়ান অয়েলের অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেও আধার যাচাই করে ই-কেওয়াইসি সহজে করা যাবে। এর পাশাপাশি গ্রাহকরা গ্যাস ডিলারের কাছে গিয়ে এলপিজি সিলিন্ডারের জন্য ই-কেওয়াইসি করিয়ে নিতে পারেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত গ্যাস ডিলারকে ই-কেওয়াইসি করার নির্দেশ দেওয়া হয়েছে।

LPG Gas Cylinder

আরও পড়ুন: Mutual Fund: প্রতি মাসে SIP-তে টাকা জমাচ্ছেন! এক মাস দিতে না পারলে কত জরিমানা হবে জানেন তো?

এক্ষেত্রে গ্যাস সিলিন্ডারের ই-কেওয়াইসি করার জন্য গ্রাহককে একটি ফর্ম ফিল আপ করতে হবে। যেখানে নাম, গ্রাহক নম্বর এর পাশাপাশি স্বামী এবং বাবার নাম দিতে হবে। এর সঙ্গে লাগবে ঠিকানার প্রমাণপত্র, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট এবং রেশন কার্ডের জেরক্স জমা দিতে হবে। আর এবার ই-কেওয়াইসির মাধ্যমে গ্রাহকদের সমস্ত তথ্য সরকারের কাছে নথিভুক্ত থাকবে।

LPG Gas Cylinder

এই বায়োমেট্রিক ভেরিফিকেশন করার ক্ষেত্রে দুটো সুবিধা রয়েছে। এক্ষেত্রে প্রথম সুবিধা হল গ্যাস সিলিন্ডারের কালোবাজারি অনেকটা কমবে এবং গরিব দরিদ্র মানুষগুলো সঠিক সময় সিলিন্ডার পাবেন। এর পাশাপাশি ডিস্ট্রিবিউটাররা যথেচ্ছ হারে গ্যাস সিলিন্ডার বিক্রি করতে পারবেন না। শুধু তাই নয়, এর ফলে বেআইনিভাবে যারা ভর্তুকি নিচ্ছেন তাদের নামও উঠে যাবে।

Avatar

Papiya Paul

X