নিউজশর্ট ডেস্কঃ আজ ১লা সেপ্টেম্বর, প্রতিমাসের মত এমাসেও পয়লা তারিখে রান্নার গ্যাসের (Cooking LPG Gas) নতুন দাম প্রকাশিত হল। যেটা দেখে রীতিমত চমকে গেল বঙ্গবাসীরা। কেন? কারণ একেই মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল দশা সাধারণ মানুষের। তার উপর সামনেই পুজোর মাস। তাই অনেকেই আশা করেছিলেন যে LPG সিলিন্ডারের দাম হয়তো কিছুটা হলেও কমানো হবে। কিন্তু সেগুড়ে বালি! কমা তো দূর উল্টে এবার গ্যাস বুক করলেই গুণতে হবে অতিরিক্ত টাকা।
সেপ্টেম্বর থেকে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম
প্রতিমাসের ১ তারিখের তেল বিপণন সংস্থার তরফ থেকে সে মাসের গ্যাসের সিলিন্ডারের দাম ধার্য্য করে দেওয়া হয়। এবারেও তার অন্যথা হল না। সেপ্টেম্বর মাসের নতুন দাম ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ৩৯ টাকা দাম বেড়ে গিয়েছে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের। ১৯ কেজির একটি সিলিন্ডার কিনতে হলে এখন ১৬৯১ টাকা দিতে হবে দিল্লিতে। এদিকে কলকাতায় এই সিলিন্ডারের দাম আরও বেশি, একটি ব্যবসায়িক সিলিন্ডারের দাম হয়েছে ১৮০২ টাকায়।
দাম বেড়ে যাওয়ায় মুম্বাইতে ১৯ কেজির সিলিন্ডার এখন থেকে ১৬৪৪ টাকা। আর সবচেয়ে বেশি দামি গ্যাস হয়েছে চেন্নাইয়ে, সেখানে ১টা কমার্শিয়াল সিলিন্ডার বুক করতে খরচ হবে ১৮৫৫ টাকা। গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লে সেটা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের উপরেই। কারণ মূলত হোটেলে বা খাবারের ব্যবসা করা প্রতিষ্ঠানগুলিতেই গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয়। দাম বাড়ার ফলে এখন থেকে হয় একই টাকায় খাবারের পরিমাণ কমবে নয়তো দাম বাড়িয়ে দেওয়া হবে। তাই আদতে সাধারণ মানুষের উপরে যে এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে সেটাই বলাই যায়।
আরও পড়ুনঃ ডিউটিতে বেগতিক হলেই যাবে চাকরি! সিভিক ভলিন্টিয়ারদের নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের
কত হল বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারের দাম?
ব্যবসায়িক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে শুনেই অনেকে চিন্তায় পরে গিয়েছিলেন। তবে যেমনটা জানা যাচ্ছে বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ আপনি কলকাতার আশেপাশে থাকলে অগাস্ট মাসে যেমন ৮২৯ টাকায় গ্যাস বুক করতেন, এমাসেও সেই দামেই গ্যাসের রিফিল অর্ডার করতে পারবেন।