LPG Gas Cylinder

LPG Gas Cylinder: ৩০০ টাকা ভর্তুকি দিচ্ছে মোদী সরকার, মাত্র ৫০০ টাকায় মিলবে রান্নার গ্যাস!

নিউজশর্ট ডেস্কঃ প্রায় প্রত্যেক মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের(LPG Gas Cylinder) দাম কতটা বাড়ছে কিংবা কমছে কিনা সেটা জানার আগ্রহ থাকে সকলের মধ্যেই। গত ১ এপ্রিল থেকে ২০২৪-২০২৫ পর্যন্ত নতুন অর্থবর্ষ শুরু হয়েছে। আর এই সময়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামেও পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিগত কয়েক মাস আগে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বারবার বৃদ্ধির ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষ নাজেহাল হয়ে পড়েছে। যদিও কয়েক মাস ধরে আবার গ্যাসের দাম মোটামুটি একই রয়েছে। আজকের এই প্রতিবেদনে গ্যাস সিলিন্ডারের দাম কত হয়েছে সেই বিষয়ে আলোচনা করবো।

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম: গত মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯১১ টাকা। নতুন আর্থিক বছরে সেই দাম কমে এখন নতুন দাম হয়েছে ১৮৭৯ টাকা। বর্তমানে কলকাতার পাশাপাশি মুম্বাই, চেন্নাই ও দিল্লীতেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে গেছে। গত মাসের তুলনায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামের পতন কোথাও সিলিন্ডার প্রতি ৩০.৫ টাকা কোথাও আবার সিলিন্ডার প্রতি ৩১.৫ টাকা হয়েছে।

ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম: সারাদেশ জুড়ে ৫ কেজি ওজনের ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দামও অনেকটা কমানো হয়েছে। ১ এপ্রিল থেকে দেশে ৫ কেজি ওজনের ফ্রি ট্রেড এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৭.৫ টাকা করে কমেছে। কলকাতায় মার্চ মাসে ৫ কেজি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৩০৮.৫০ টাকা। আর বর্তমানে দাম হয়েছে মাত্র ৩০১ টাকা।

LPG Cylinder

আরও পড়ুন: LPG Gas: রাজ্য নাকি কেন্দ্র! রান্নার গ্যাস সিলিন্ডার থেকে লাভ বেশি কার জানেন?

উজ্জ্বলা যোজনা রান্নার গ্যাসের দাম: ১ এপ্রিল থেকে রান্নার গ্যাসের ক্ষেত্রেও সিলিন্ডার প্রতি ৩০০ টাকা ছাড় পাচ্ছেন গ্রাহকেরা। তবে এই সুযোগ সকলের জন্য নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিচালিত উজ্জ্বলা যোজনার আওতায় যে সকল গ্রাহকেরা রয়েছেন তারাই এই সুবিধা পাবেন। আগে এই ৩০০ টাকা করে ভর্তুকি মেয়াদ ছিল ৩১ শে মার্চ ২০২৪ পর্যন্ত। তবে লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ভর্তুকির মেয়াদ বাড়িয়ে ৩১ শে মার্চ ২০২৫ পর্যন্ত করা হয়েছে।

LPG Gas

এক্ষেত্রে মোট ১২টি সিলিন্ডারের ওপর এই ৩০০ টাকা করে ছাড় মিলবে। কলকাতায় বর্তমানে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য গ্রাহকদের খরচ করতে হয় ৮২৯ টাকা। আর উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে ৩০০ টাকা ছাড় দিয়ে এই গ্যাস সিলিন্ডার মাত্র ৫২৯ টাকায় পাওয়া যাচ্ছে। দিল্লিতে বর্তমানে এই গ্যাস পাওয়া যাচ্ছে ৫০৩ টাকায়

Papiya Paul

X