ভাড়া নামমাত্র, সঙ্গে দেদার মজা, গোয়ার ফিলিং এবার দীঘায়, চালু লাক্সারি ক্রুজ পরিষেবা

নিউজশর্ট ডেস্কঃ দীঘা(Digha) ঘুরতে যাননি এমন পর্যটক খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর ব্যাপার। হাতে দু[একদিনের সময় পেলেই ব্যাগপত্তর গুছিয়ে ভ্রমণপ্রিয় মানুষেরা দীঘায় ঘুরতে চলে যান। এখানে সমুদ্রে এসে এক আলাদা অনুভূতি কাজ করে পর্যটকদের মধ্যে। বারে বারে এক জায়গায় ঘুরতে এসেও বিরক্ত হন না পর্যটকরা। বর্তমানে দিঘার সৌন্দর্য একেবারেই বদলে দেওয়া হয়েছে।

আগের তুলনায় দীঘার এলাকা এখন অনেক উন্নত। এখানে নামিদামি রিসোর্ট থেকে শুরু করে জনপ্রিয় সব খাবারের দোকান এমনকি ওল্ড দীঘা এবং নিউ দীঘাকেও সুন্দরভাবে সাজিয়েছে প্রশাসন। যতদিন যাচ্ছে দীঘার সৌন্দর্য তত যেন আরো বৃদ্ধি পাচ্ছে। আর এর ফলে পর্যটকদের ভিড়ও বাড়ছে। তবে এবার দীঘায় আরো একটি গুরুত্বপূর্ণ পরিসেবা শুরু হতে চলেছে।

এবার পুজোতে গোয়ার মত দিঘাতেও লাক্সারি ক্রুজ(Luxary Cruise) নামতে চলেছে। শংকরপুরের নায়েকালি মন্দির সংলগ্ন সমুদ্র থেকে এই ক্রুজটি ছাড়বে। দীঘা, শংকরপুর, মন্দারমনির পাশাপাশি  খাড়ি এলাকাগুলোতেও এই ক্রুজ ভ্রমণ করবে। বিলাসবহুল লাক্সারি ক্রুজের মতো এই ক্রুজেও সন্ধ্যের সময় আলোক উজ্জ্বল পরিবেশে নাচ গানের ব্যবস্থা থাকবে। আপনি চাইলে ছোটখাটো অনুষ্ঠান, পার্টি প্রভৃতির জন্য ভাড়া করে নিতে পারেন এই ক্রুজকে।

জানা গিয়েছে, এই ক্রুজের নাম হল এমভি নিবেদিতা। তবে এই ক্রুজের ভাড়া কত হবে তা সম্পর্কে এখনো জানা যায়নি। আন্দাজ করা হচ্ছে প্রত্যেকজনের ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে ভাড়া থাকবে। আপাতত দিঘাতে গিয়ে আপনি অফলাইনে টিকিট বুকিং করে নিতে পারেন। পরবর্তীকালে অনলাইন পরিষেবা চালু হবে। এবার দীঘায় গেলে আপনি যে কোন জায়গায় ঘোরার পাশাপাশি এই লাক্সারি ক্রুজের পরিষেবা নিতে কিন্তু একদমই ভুলবেন না। গোয়াতে না গেলেও পুরো গোয়ার মত ফিলিংস আসবে এই ক্রুজে এমনটাই মনে করছেন সকলে।

Papiya Paul

X