Luxury Resorts Near Kolkata you can visit on Weekends

সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ থেকে এলাহী খাওয়া দাওয়া!রইল কলকাতার কাছেই সেরা ৪ রিসর্টের হদিশ

নিউজশর্ট ডেস্কঃ রোজকার ব্যস্ত জীবন থেকেই একদিনের জন্য মুক্তি পেতে চান? আবার খুব বেশি ট্রাভেলও করতে চান না। এককথায় বলতে গেলে ঝটপট যাওয়া যাবে আর পরিবেশ হবে মনমুগ্ধকর। চিন্তা নেই আজ কলকাতার কাছেই এমন কিছু রিসোর্টের (Resorts Near Kolkata) সন্ধান দেব যেখানে উইকেন্ডে ফুল ফ্যামিলি সহ ঘুরে আসতেই পারেন। তাই আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল।

বাঁওড় বিতান রিসর্ট (Baor Bitan Resort)

বারাসাতের কাছেই সবুজে ঘেরা এক জায়গা যেখানে গেলেই মন ভালো হয়ে যাবে। বিশেষ করে এখানে খাবারের মেনু আপনার পছন্দ হবেই। রিসোর্টের পাশেই রয়েছে বিশাল জলাশয় যেখানে বোটিং করতে পারবেন। আর প্রেমিকা বা প্রিয়জনের সাথে এলে লেক ভিউ ডাইনিং এর সুবিধাও থাকছে। বাঁওড় বিতান রিসোর্টে পৌঁছাতে চাইলে যদি ট্রেনে আসেন তাহলে শিয়ালদাহ থেকে আস্তে হবে গোবরডাঙ্গা বা বনগাঁ স্টেশনে। এরপর সেখানটা হেকে পাঁচপোতা বাজার পর্যন্ত অটো বা বাসে ৩০ মিনিটের রাস্তা। আর যদি প্রাইভেট গাড়ি থাকে তাহলে তো কোনো চাপই নেই। এখানে একরাত থাকার ভাড়া এসি কটেজের ক্ষেত্রে ২৪০০ টাকা প্রতিজ্ঞ হিসাবে। আর যদি এসি তাঁবুতে থাকেন তাহলে ২৮০০ টাকা প্রতিজন। থাকার ভাড়ার মধ্যেই চার বেলার খাওয়া দাওয়া থাকছে।

প্রভু উদ্যান রিসর্ট (Prabhu Udyan Resort)

চারিদিকে সবুজে ঘেরা এই রিসোর্ট কলকাতার খুবই কাছে। সমস্ত মডার্ণ ফেসিলিটি যেমন ওয়াইফাই থেকে সিসিটিভি নজরদারি সহ মাটির ঘরে থাকা থেকে এলাহী খাওয়া দেওয়ার আয়োজন তো থাকছেই। সাথে বাচ্চাদের জন্য রয়েছে বড় একটা খেলার মাঠ, সুন্দর একটা বাগান ও নার্সারি রয়েছে। রয়েছে পুকুর যেখানে মাছ ধরতে পারেন। এখানে যেতে চাইলে আপনাকে আসতেহবে চড়কতলা, ঠাকুরপুকুর, বাখরাহাটে। এখানে একরাত থাকার খরচ এসি রুমের জন্য ২০০০ টাকা ও এসি কটেজ রুমের জন্য ২৫০০ টাকা।

আরশি নগর শিল্পগ্রাম রিসর্ট (Arshi Nagar Shilpa Gram Resort)

আর পাঁচটা রিসোর্টের থেকে একটু হটকে এই রিসোর্ট। যেমন সুন্দর পরিবেশ তেমন সুন্দর খাওয়া দাওয়া সাথে গ্রাম্য পরিবেশ। তবে এটি একটু বাজেটে বেশি। কারণ এখানে কাপল প্যাকেজ রয়েছে ৭০০০ টাকার। যার মধ্যে রুম, চার বেলার খাওয়া থাকছে। যদি আপনার বাজেটের মধ্যে হয় তাহলে এই রিসোর্টে একবার ঘুরে আসতেই পারেন।

আরও পড়ুনঃ কলকাতার কাছে মেঘে ঘেরা স্বর্গ রাজ্য! রইল মাত্র ৫ ঘন্টা দূরে সেরা অফবিট ডেস্টিনেশনের হদিশ

কেকাবনী রিট্রিট রিসর্ট (Kekaboni Retreat Resort)

কলকাতার কাছেই যদি সুন্দর প্রতিকৃতির সাথে গ্রাম্য পরিবেশ, এলাহী খাওয়া দাওয়া, আদিবাসী নাচ উপভোগ করতে চান তাহলে চলে আস্তে পারেন কেকাবনী রিট্রিট রিসোর্ট। ঘাটশিলার কাছে এই রিসোর্টে রুম থেকে কটেজ এমনকি টেন্ট সব ধরণেরই ফেসিলিটি পাওয়া যাবে। এছাড়াও বিকেলে বর্ন ফায়ার থেকে সাঁওতালি নাচের আয়োজন করা হয়। হালকা বৃষ্টির দিনে কিংবা ঠান্ডার সময় এই রিসোর্ট আপনার জন্য সেরা গন্তব্য হতে পারে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X