Arijit

চক্রান্ত করে সরানো হল কোহলিকে, BCCI-কে তুলোধনা করলেন ভারতের প্রাক্তন হেডকোচ

টি-টোয়েন্টি পর ভারতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। নিজের ইচ্ছায় নয় বরং নির্মম চক্রান্তের জন্যই অধিনায়কত্ব থেকে সরতে হয়েছে বিরাট কোহলিকে। আর কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে জোর সমালোচনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে।

   

কেউ কেউ কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন। কেউ কেউ আবার বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রয়েছেন এবং বিরাট কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য বোর্ডের তীব্র সমালোচনা করেছেন।

এবার বিরাট কোহলিকে ওয়ানডে অধিনায়কত্বে থেকে সরিয়ে দেওয়ার কারণে বিসিসিআইয়ের তীব্র সমালোচনা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন হেড কোচ মদন লাল।

মদন লাল এর মতে, “আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে অধিনায়ক হিসেবে কোহলির যে রেকর্ড রয়েছে তাতে কোহলিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কোন প্রশ্নই ছিল না। তার সত্বেও ওকে কেন অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল আমি সেটাই বুঝতে পারছি না। এর জন্য মদন লাল ভারতীয় দলের নির্বাচকদের পুরোপুরি ভাবে দোষ দিয়েছেন।”

এছাড়া কোহলিকে সমর্থন করে মদন লাল বলেন, “একজন ভালো অধিনায়ক যখন দলের কাঙ্খিত ফলাফল এনে দেয় তারপরও তাকে অধিনায়কত্ব থেকে সরে যেতে হয় এটা খুবই আঘাত লাগে। ভেবেছিলাম কোহলিকে 2023 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে দেখতে পাবো কিন্তু এক্ষেত্রে আর সেটা হল না। এতে অজান্তেই ভারতীয় দলের ক্ষতি করল না তো বোর্ড?