Madan Mitra

Additiya

রাজনীতি ছেড়ে এবার অভিনয়ে মদন মিত্র! এই ছবির শ্যুটিং শেষ করলেন বাংলার ‘কালারফুল বয়’

রাজনীতির ময়দানে তিনি ‘কালারফুল বয়’। সোশ্যাল মিডিয়াতেও (Social Media) ভীষণ সক্রিয় কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তাঁর ফলোয়ার্সের সংখ্যা হার মানাতে পারে টলিউডের (Tollywood) বহু তারকাকেই। বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল এবার নাকি অভিনয় জগতে পা রাখতে চলেছেন তিনি। অবশেষে চলে এলো সেই শুভক্ষণ। চলতি বছরেই বড় পর্দায় দেখা যাবে জনপ্রিয় এই রাজনীতিবিদকে।

   

রাজনীতির বাইরেও বেশ জনপ্রিয় মদন মিত্র। ইতিমধ্যেই মিউজিক ভিডিওতে কাজ করে ফেলেছেন তিনি। কন্ঠ দিয়েছেন নচিকেতার সঙ্গেও। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘কালারফুল বয়’ তকমা এঁটে দিয়েছেন তাঁর নামের পাশে। আর এবার টলিউডে ডেবিও করতে চলেছেন তিনি। চলতি বছরের জামাইষষ্ঠীতেই মুক্তি পাবে মদন মিত্র অভিনীত ছবি ‘ওহ লাভলী’।

সম্প্রতি ছবির প্রমোশনাল গানের শুটিং সারলেন কামারহাটির বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ছবি পোস্ট করেছেন তিনি। গানের নাম, ‘হি ইজ অ্যা লাভলি ম্যান অলসো অ্যা গুড ম্যান’। র‍্যাপের ধাঁচে শ্যুটিং করা হয়েছে এই গান। সাদা রঙের তসরের ধুতি এবং পাঞ্জাবীতে দেখা গিয়েছে জনপ্রিয় এই রাজনীতিবিদকে।

গানের শ্যুটিংয়ের ছবি পোস্ট করতে না করতেই তাঁর কমেন্ট বক্স ভরেছে নেটিজেনদের ভালোবাসায়। জানা যাচ্ছে, হরিনাথ চক্রবর্তীর প্রযোজনায় তৈরি হচ্ছে মদন মিত্রের এই ছবি। কামারহাটির বিধায়কের কথায়, ‘ও লাভলী কথাটি আমার জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে। আর সে কারণেই এই ছবিতে ব্যবহার করা হয়েছে সেই কথা’।
বিনোদন,টলিউড,রাজনীতি,মদন মিত্র,মমতা বন্দ্যোপাধ্যায়,লাবনী সরকার,Entertainment,Tollywood,Politics,Madan Mitra,Mamata Banerjee,Labani Sarkar

ছবিতে ফুটে উঠবে দুই চালকল মালিকের রেষারেষির গল্প। প্রতিশোধ নিতে তারা কিনা নিজেদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ারও চেষ্টা করবেন। আর এতেই বাঁধবে যত গন্ডগোল। মদন মিত্রের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে লাবনী সরকারকে। এখন দেখার, রাজনীতির পাশাপাশি অভিনয় জগতে কতটা কার্যকরী মদন ম্যাজিক।