Most Beautiful Mosquito

Moumita

পৃথিবীর সবচেয়ে সুন্দর মশা, রয়েছে রহস্যজনক পালক, কোথায় পাওয়া যায় জানেন?

মশা (Mosquito) বললেই মাথায় কী আসে? ছোট্ট একটা প্রাণী যার কয়েকটা হুল আছে। সুযোগ পেলেই আপনার শরীর থেকে রক্ত চুষে নেয়। আর তারসাথে তার ডানা ঝাপটানোর আওয়াজ তো আরো বিরক্তিকর। কিন্তু এই মশার সৌন্দর্যও (Most Beautiful Mosquito) যে চোখ ধাঁধানো হতে পারে তা কখনো ভাবতে পেরেছেন কি? আজ এমনই এক আশ্চর্য তথ্য (Unknown Facts) বলব পাঠকদের।

   

শিরোনাম দেখে হয়তো অনেকেই ভাবছেন, মশা আবার সুন্দর হয় কীভাবে? অবশ্যই হয়। পৃথিবীতে এমন এক সুন্দর মশার অস্তিত্ব রয়েছে যা দেখলে চোখ জুড়িয়ে যাবে। এই প্রজাতির নাম স্যাবেথেস সায়ানিয়াস। এটি মশার একটি ক্রান্তীয় প্রজাতি, যা দেখতে সত্যিই চোখ ধাঁধানো বটে।

রিপোর্ট অনুযায়ী, মধ্য ও দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলে দেখা মেলে এ মশার। বিরল প্রজাতির এ মশার গায়ে দেখতে পাবেন নীল, বেগুনি ও কালো রঙের মিশ্রণ। স্যাবেথস সায়ানিয়াস মশার বিশেষত্ব হল, তার শরীরের দু’পাশের পাখনায় পালক আছে। যদিও এই পালকের কাজ কী, তা এখনও জানা যায়নি।

যদীঐ এই রহস্যময় পালকগুলির জন্যেই এই প্রজাতি সুন্দর হিসেবে চিহ্নিত হয়েছে। যদিও এই মশার দেখা পাওয়া একটু কঠিন বটে। কারণ স্যাবেথস সায়ানিয়াস অত্যন্ত ছদ্মবেশী। তাই চট করে ছবিও তোলা যায়না। ওয়াইল্ড ফটোগ্রাফার গিল উইজেনের কথায়, এই মশার ছবি তোলা সবচেয়ে কষ্টকর। কারণ তারা বারবার জায়গা পরিবর্তন করে। একটা ছবির জন্য একই জায়গাতে স্থির হয় ফটোগ্রাফারকেও।

এমনকি ক্যামেরার ফ্ল্যাশের আওয়াজ বা আলোতেও দ্রুত পালিয়ে যায় এই মশা। এখনও পর্যন্ত জানা গেছে গোটা পৃথিবীতে এই মশার প্রায় ৩৩০০ টিরও বেশি প্রজাতি রয়েছে। তবে এই প্রজাতির পুরুষ মশারা রক্ত খায়না। কেবল স্ত্রী মশারাই রক্ত খেয়ে থাকে। এবং জানা গেছে, যখন মশারা ডিম উৎপাদন করতে চায় কেবল তখনই তারা রক্ত খায়। তবে দেখতে যতই সুন্দর হোক না কেন, এই মশার কামড়েও ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীতজ্বর, জিকা ভাইরাস প্রভৃতি রোগ হয়ে থাকে।