ইস্টবেঙ্গলের পরিস্থিতি দেখে এক মাসের বেতন দেওয়ার ঘোষণা করলেন মদন মিত্র

ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে কলকাতার জনপ্রিয় ফুটবল ক্লাব ইস্টবেঙ্গলের। বিনিয়োগকারী সংস্থার চুক্তিতে সই না করার কথা জানিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। যার জেরে তুমুল অশান্তি ইস্টবেঙ্গল ক্লাবের অন্দরে।

এরই প্রতিক্রিয়ায় বুধবার দুপুরে বিক্ষোভ আছড়ে পড়ে লাল-হলুদ তাঁবুতে। দুই গোষ্ঠীর সমর্থকরা একে অপরের বিরুদ্ধে মারপিটে জড়িয়ে পড়েন। ওদের দাবি ছিল ‘ক্লাবকে কোনও কর্পোরেটের হাতে বিক্রি হতে দেব না।’

এই বিক্ষোভ এতটাই খারাপ আকার ধারণ করে যে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। ইস্টবেঙ্গল ক্লাবের এই খারাপ পরিস্থিতি দেখে মদন মিত্র বলেন, ‘ইস্টবেঙ্গল ক্লাবকে বিক্রি হতে দেব না। দরকার হলে বিধায়ক হিসেবে নিজের এক মাসের বেতন দিয়ে দেব।’ প্রসঙ্গত, একজন বিধায়ক মাসে ৮২ হাজার টাকা বেতন পান।

Avatar

Koushik Dutta

X