রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও তিনি একজন কালারফুল ব্যক্তি। কথা বলছি তৃণমূল বিধায়ক মদন মিত্রের। তখন আমরা তাঁকে গম্ভীর হয়ে কথা বলতে দেখেছি কখনো আবার দেখেছি গান গাইতে। সব মিলিয়ে তিনি একজন মজার মানুষ। তৃণমূলের হেভিওয়েট বিধায়ক হলেও তার স্টাইল স্টেটমেন্ট সকলের মুখে মুখে ঘোরে। এবার অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নিয়ে গান ধরলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।
মদন মিত্রের প্রত্যেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। তাঁকে দেখার জন্য সর্বদা অপেক্ষা করে থাকেন তাঁর অনুরাগীরা। কখনো সাদা ধুতি পাঞ্জাবি পরে গান গাইছেন কখনো আবার ওয়েস্টার্ন ড্রেস পড়ে নাচ করছেন। সত্যি মনোরঞ্জক এই ভিডিওগুলি দেখতে এবং উপভোগ করতে আমরা সকলেই ভালোবাসি। এবার কার্তিক পুজোর খুঁটি পুজো করতে এসে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তকে সঙ্গে করে নিয়ে এলেন তিনি।
ভবানীপুরের ইয়ুথ ফোরামের সভাপতি মদন মিত্র অভিনেত্রী কে সঙ্গে নিয়ে কার্তিক পুজোর দীপ প্রজ্জ্বলন করলেন। শুধু উদ্বোধন করলেন তাই নয়, কলকাতা বাসির উদ্দেশ্যে বলেন, হ্যালো কলকাতা হাউ আর ইউ। তুমি কেমন আছো? ভালো আছো তো?
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। একদিকে ড্রামা কুইন রাখি সাওয়ান্ত, অন্যদিকে স্টাইল আইকন মদন মিত্র, সবকিছু যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এই দুই ব্যক্তিত্বকে দেখার জন্য মন্ডপের আশেপাশে পড়েছিল ভিড়। ততোধিক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও। সব মিলিয়ে আরো একবার খবরের শিরোনামে দেখতে পাওয়া গেল মদন মিত্রকে।