নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) অন্যতম TRP মেটেরিয়াল বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। টেলিভিশনের পর্দায় বয়স বেশিদিন না হলেও খুব অল্প দিনেই এই সিরিয়ালটি দারুন জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। চলতি সপ্তাহেও ৭.২ নম্বর নিয়ে টিআরপি তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে এই সিরিয়ালটি।
এই মেগা সিরিয়ালে প্রধান নায়িকা শিমুলের (Shimul) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে। আর তারই স্বামী পরাগের (Porag) ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়। ধারাবাহিকে বিয়ের পর থেকেই শিমুল তার স্বামী পরাগের কাছে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার। আর এই কাছে পরাগকে সমানে উস্কাতে থাকে তার ভাই পলাশ।
সদ্য এই ধারাবাহিকে দেখা গিয়েছে বিষ খাওয়ানোর শাস্তি হিসাবে শিমুল চাপ দিয়েই পরাগের থেকে মোটা টাকা হাতিয়ে নিয়েছে। আর তারপর থেকে যখন যেভাবে পারছে শিমুলকে নানা ভাবে অপদস্থ করে চলেছে পরাগ।যদিও শিমুল যখনই তাদের কোর্ট কাছারির কথা বলে ভয় দেখাচ্ছে তখনই আবার মুখ বন্ধ করে রাখছে তারা। ইদানিং ধারাবাহিকে প্রতীক্ষার সাথে পলাশের বিয়ের তোড়জোড় চলছে।
অন্যদিকে পরাগের জীবনে এসে এসে হাজির হয়েছে তার এক ছাত্রী প্রিয়াঙ্কা। প্রতীক্ষা প্ল্যান করেছে শিমুলকে তাড়িয়ে এই প্রিয়াঙ্কাকেই পরাগের সাথে আবার বিয়ে দিয়ে নিয়ে আসবে সে। এরই মধ্যে ফাঁস হয়ে গেল ধারাবাহিকের আগাম পর্ব। সদ্য প্রকাশ্যে আসা একটি প্রোমোতে দেখা যাচ্ছে আবার বড়সড় বিপদের মুখে পড়তে চলেছে শিমুল।
আরও পড়ুন: সমস্ত অপমানের যোগ্য জবাব দিয়ে দুর্দান্ত কামব্যাক দীপার! TRP তালিকায় কোথায় জ্যাস-পর্ণারা?
পরাগ আর পলাশ এবার শিমুলকে বাড়ি থেকে তাড়ানোর জন্য তার নাম আশীর্বাদের গয়না চুরির মিথ্যে বদনাম দেবে। কিন্তু শিমুল বারবার বলতে থাকে সে চুরি করেনি। তার শ্বাশুড়ি মধুবালাও প্রথমে বলেন তার বউমা কখনও চুরি করতে পারে না। তখন পলাশ বলে ওঠে ‘একথা প্রমাণ করে দিতে পারলে তোমাকে এখনই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে।’
আরও পড়ুন: হুড়মুড়িয়ে বাড়বে TRP! বেঙ্গল টপার সিরিয়ালে এন্ট্রি ইন্দ্রানীর, প্রোমো দেখে খুশি দর্শকেরা
এরপরেই দৃশ্যেই দেখা যায় পলাশ পাশে দাঁড়িয়ে থাকা শতদ্রুর ব্যাগ টান মেরে ছিনিয়ে নিয়ে তা উপুড় করে দিতেই বেরিয়ে আসবে সমস্ত সোনার গয়না। এই দৃশ্য দেখেন আবারও শিমুলকে ভুল বুঝবেন মধুবালা। তিনি অবাক হয়ে গিয়ে বলবেন ‘গয়না চুরি করে তুমি শতদ্রুর সাথে পালাচ্ছিলে বউমা?’