নিউজ শর্ট: এই মুহূর্তে বাংলায় টেলিভিশনের পর্দায় যতগুলি বাংলা সিরিয়াল (bengali Serial) সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি বাস্তববাদী সিরিয়াল হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। এই ধারাবাহিকে শিমুল (Shimul) চরিত্রের হাত ধরে বহুদিন পর আবার টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে। পর্দায় তাঁর অত্যাচারী স্বামী পরাগের (Porag) চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়।
স্বামী স্ত্রী হলেও পর্দায় শিমুল আর পরাগের সম্পর্কটা একেবারেই ভালো না। বিয়ের পর থেকেই দিনের পর দিন দাম্পত্য কলহের শিকার শিমুল। তাদের ডিভোর্স হওয়া শুধু সময়ের অপেক্ষা। বিয়ের পর এখনও মেয়েদের শ্বশুরবাড়িতে গিয়ে যে ধরনের অত্যাচারের শিকার হতে হয় সেই বাস্তবচিত্রই এই বাংলা সিরিয়ালে তুলে ধরার সাহস দেখিয়েছেন ধারাবাহিকের লেখক অর্ক গাঙ্গুলী।
বিয়ের পর থেকেই থেকে শিমুল তার স্বামী পরাগের কাছে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার। প্রথম দিকে শ্বাশুড়ি , মধুবালাও অনেক খারাপ ব্যবহার করেছে তার সাথে। যদিও এখন মধুমালার মধ্যে এসেছে বিরাট পরিবর্তন। কূটনী শ্বাশুড়ি থেকে তিনি এখন একজন মমতাময়ী মা হয়ে উঠেছেন।
বিয়ের পর তিনি তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকের কাছে যে ব্যবহার পেয়েছেন আর যেভাবে অত্যাচারিত হয়েছেন শিমুলের সাথেও সেই ঘটনায় ঘটায় তাকে তাঁর নিজের কথা মনে করিয়ে দিয়েছিল।তারপর থেকেই পরাগ যখনই শিমুলের দিকে তেড়ে এসেছে তখনই তিনি তার বউমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেনবিয়ে হওয়ার পর থেকে জীবনের সমস্ত শখ আল্লাহ জলাঞ্জলি দিয়েছিলেন মধুবালা।
কিন্তু এবার শিমুলের হাত ধরে তিনি নিজের জীবনটাকে চুটি য়ে উপভোগ করছেন। তাই শিমুল এবং পাড়ার মেয়ে বউরা মিলে এবার যে দুর্গাপুজা করছে সেখানে প্রেসিডেন্ট হয়েছেন মধুবালা।এবার আগামী পর্বে দেখা যাবে পাড়ার অনুষ্ঠানে শিমুলের সাথে একমঞ্চে নাচ করবে মধুবালা। অন্যদিকে পলাশ তাদের মা মধুবালাকে কোথাও দেখতে না পেয়ে পরাগকে বলছে, মা কি এবার শিমুলের সাথে স্টেজে উঠছে নাকি?
অন্যদিকে দেখা যায় শিমুল ব্যাকস্টেজে গিয়ে সুচরিতা এবং বিপাশাদের বলছে মা আর কাকিমাকে বুঝিয়ে সুুঝিয়ে স্টেজে পাঠালাম।অর্থাৎ বোঝাই যাচ্ছে এবার পাড়ার দুর্গাপুজার অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন তারা। এছাড়াও শিমুল আর তার শ্বাশুড়ি ধুনুচি নাচে অংশ নিয়ে প্রথম এবং দ্বিতীয় হয়েছে।