নিউজশর্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের সকালে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে অভিনেত্রী মধুমিতা সরকার। এদিন স্বাধীনতা দিবসের বদলে ‘দিবেস’ আর ভারতবর্ষ এর বদলে ‘বর্শে’ লিখে একাধিক ছবি শেয়ার করেন অভিনেত্রী। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়। এই ভুল অভিনেতা ঋদ্ধি সেনের চোখে আসতেই কটাক্ষ করতে ছাড়েননি তিনি। অশিক্ষিত থেকে শুরু অভিনয় জগতের কলঙ্ক বলে কটাক্ষ করেন মধুমিতাকে। অবশ্য অভিনেত্রীও পাল্টা জবাব দিয়েছেন ঋদ্ধিকে।
সোশ্যাল মিডিয়াতেই একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন মধুমিতা। সেখানে অভিনেত্রী বলছেন, ‘যাঁদের মনে হচ্ছে আমি ‘দিবেস’ লিখেছি আর ভারতবর্ষ বানান ভুল লিখেছি, কারণ আমি অশিক্ষিত, তাঁদের বলি, মোবাইলে টাইপ করার অপশান থাকে। সকলে তো আর বাংলায় টাইপ করতে অভ্যস্ত নয়। যেমন করে আমরা ABCD লিখে থাকি, আর অনেকেই দেখে থাকবেন, এই অপশানে শ, ষ, পাশাপাশি থাকে। আবার, এটাও দেখেছে যে ভুলটা ইস্টাগ্রামে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। তবে ফেসবুকে হয়নি, কারণ আমি নিজেই খুব কম ফেসবুক ব্যবহার করি। তাই ইনস্টাগ্রামের ভুলটা খেয়াল করেছি, সাথে সাথেই মনে হয়েছে, এটা তো ভুল হয়ে গেছে, তাই ঠিক করে দিয়েছি। তবে ফেসবুকের পোস্টটা দেখিনি। তাছাড়া আমি তো সেটা পেনে লিখিনি, টাইপ করেছি টাইপো হয়েছে। তাতে যদি কারোর মনে হয় আমি অশিক্ষিত, তাহলে সেটা মানুষের মানসিকতার দিক থেকে জাজ করুন।’
এখানেই শেষ নয়! অভিনেত্রী আরও বলেন, ‘আজকে আমি যদি অবাঙালি হতাম তাহলে আপনারা বলতে পারতেন যে ‘দিবেস’ লিখেছে জেনে শুনে। আমার এবার আপনাদের বুদ্ধির উপর প্রশ্ন করতে ইচ্ছা করছে, আপনাদের জীবনে সত্যিই কি কোন কাজ আছে? যে একটা দিবেসের জন্য আপনারা একপাতা পোস্ট লিখছেন! তবে আমি সত্যিই খুশি এবং কৃতজ্ঞ যে আমার জন্য আপনারা নিজের জীবনের এতটা সময় নষ্ট করেছেন। তবু এটা টাইপো কি টাইপো নয়, সেটা ভাবার জন্য একটু বুদ্ধি খরচ করতে ইচ্ছে করেনি, সেটা পোস্টটা দেখলেই বোঝা যায়। স্বধীনতা দিবসের অনেক শুভেচ্ছা, আপনাদেরও তো স্বাধীনতা রয়েছে ট্রোল করার।’
এই ভিডিও বার্তার পাশাপাশি আরও একটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমি আপনার শিক্ষা নিয়ে কোনো প্রশ্ন তুলবো না। আমি সত্যিই আপনার মা – বাবাকে শ্রদ্ধা করি ও রেশমি আন্টিকে ভালোবাসি। আমার মা হয়েছিলেন উনি বোঝে না সে বোঝেনা সিরিয়ালে। আপনার শিক্ষা নিয়ে কথা বললে আপনার বড় হয়ে ওঠার কথা চলে আসে। তাই আমি অতটাও যেতে চাই না যতটা আপনি গেছেন।’