নিউজ শর্ট ডেস্ক: পশ্চিমবঙ্গের (West Bengal) মধ্যশিক্ষা পর্ষদের সবচেয়ে বড় দুটি পরীক্ষা হল মাধ্যমিক (Secondary) এবং উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা। কিছুদিন আগেই এ-রাজ্যে সম্পন্ন হয়েছে উচ্চ-মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা। তবে সেই পরীক্ষার ফলাফল ( Exam Result) কবে বেরোবে তা নিয়েই এখন কৌতূহলের সীমা নেই অভিভাবক থেকে শুরু করে পড়ুয়া সকলেরই।
এখনও পর্যন্ত পরীক্ষার রেজাল্ট নিয়ে মুখ খোলেনি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কেউই। সবথেকে বড় কথা হল মাধ্যমিক পরীক্ষার ফলের আশায় এই মুহূর্তে চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছেন পড়ুয়ারা।
এরই মাঝে স্কুল গুলোর উদ্দেশ্যে বড় নির্দেশিকা জারি করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এই নির্দেশিকা সম্পর্কে জেনে রাখো জরুরী সকলেরই। অনুমান করা হচ্ছে খুব তাড়াতাড়ি মাধ্যমিকের দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হতে পারে। চলতি বছরে WBBSE দশম শ্রেণির পরীক্ষা ২ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হয়েছিল।
সব ঠিক থাকলে চলতি মাসেই অর্থাৎ এপ্রিল মাসের শেষেই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।যদিও সামনেই রয়েছে লোকসভার প্রথম দফার ভোট। তাই ভোটের আগেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার ফলাফল বেরোবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে নানা মহলে।
আরও পড়ুন: আবার হবে বাদুড় ঝোলা ভিড়! শিয়ালদা লাইনে ২০ দিন বাতিল একাধিক ট্রেন, কোন কোন ট্রেন বাতিল?
এসবের মধ্যেই স্কুল শিক্ষকদের মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতায় নম্বর সংশোধনের শেষদিন অর্থাৎ সময়সীমা বেঁধে দিল পর্ষদ।ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, একাধিক মাধ্যমিক পরীক্ষার্থীর নম্বরে হেরফের রয়েছে। তাই এই পরিস্থিতিতে নতুন করে অনলাইনে নম্বর পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছে পর্ষদ। জানা যাচ্ছে ১৬ এপ্রিল সকাল ৬ টা থেকে ১৮ এপ্রিল দুপুর ২ টো পর্যন্ত এই বিশেষ সুবিধা দেওয়া হবে।
তবে সূত্রের খবর এবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল চলতি মাসের ২০ এপ্রিলের মধ্যে বেরোতে পারে। শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট www.wbresults.nic.in -এ গিয়ে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।