Mahalaya 2024 date time and Tarpan details

১০০ বছরে এই প্রথম, মহালয়াতে বিরল যোগ! জানুন এবছর কিভাবে হবে তর্পণ?

নিউজশর্ট ডেস্কঃ দেখতে দেখতে কাছে আসছে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। যার শুরুটা হয় মহালয়া থেকে। এবছরে মহালয়া সত্যিই বিশেষ। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। হিন্দু ধর্ম অনুসারে সূর্য গ্রহণ (Solar Eclipse)চন্দ্র গ্রহণ (Lunar Eclipse) হল অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা। গ্রহণের দিনে কিছু বিশেষ বিধি আচার মেনে চলার প্রথা রয়েছে। এই বছরে মোট পাঁচটি গ্রহণ হবে। এর মধ্যে দুটি সূর্যগ্রহণ ও তিনটি চন্দ্রগ্রহণ। এই পাঁচ গ্রহণের মধ্যে একটি সূর্য ও একটি চন্দ্রগ্রহণ হয়েছে এর মধ্যেই। এবার সামনে আসছে আরও এক সূর্য গ্রহণ।

২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ হয় ৮ এপ্রিল। সেদিন ভারতীয় সময় রাত ৯.১২ মিনিট থেকে পড়ছে গ্রহণের তিথি। আর তা স্থায়ী হবে রাত ১.২৫ মিনিট পর্যন্ত। সোমবার এই সূর্যগ্রহণ হয়েছিল। এবার দ্বিতীয় সূর্য গ্রহণ হবে মহালয়ার দিন। তবে এই সূর্য গ্রহণের জন্য তর্পণ করা যাবে তো? তা বিশদে তুলে ধরবো এই প্রতিবেদনে।

মহালয়ায় হবে সূর্যগ্রহণ

প্রতি বছর আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় মহালয়া (Mahalaya)। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহালয়া তিথি বিশেষ গুরুত্বপূর্ণ। এই দিনে পিতৃ তর্পণ করার প্রথা প্রচলিত আছে। সেই কারণে একে সর্বপিতৃ অমাবস্যাও বলা হয়ে থাকে। প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে এদিন জল দেওয়া হয় ও তর্পণ করা হয়।

Solar Eclipse Luner Eclipse

মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যার দিনেই হবে ২০২৪ সালের দ্বিতীয় সূর্য গ্রহণ। আগামী ২ অক্টোবর ২০২৪ গ্রহণের কবলে যাবে সূর্য। সেদিন আবার গান্ধী জয়ন্তী, অর্থাত্‍ মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী। আগামী ২ অক্টোবর কন্যা রাশি ও হস্ত নক্ষত্রে হবে সূর্য গ্রহণ। সেদিন চাঁদ, বুধ ও কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে। এর ফলে গ্রহণের উল্লেখযোগ্য প্রভাব বিভিন্ন রাশির জাতকদের উপর পড়বে।

আরও পড়ুনঃ ৭২ বছর পর শ্রাবণ মাসের বিরল যোগ, এই কাজগুলি করলেই মিলবে মহাদেবের কৃপা!

সূর্যগ্রহণের সময়সূচি ও প্রভাব

সূর্যগ্রহণ শুরু হবে আগামী ২ অক্টোবর ২০২৪ বুধবার রাত ৯টা ১৩ মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে রাত ৩টে ১৭ মিনিটে। গ্রহণ স্থায়ী হবে ছয় ঘণ্টা চার মিনিট। যেহেতু মহালয়ার যাবতীয় পিতৃ তর্পণের আচার সকালেই সম্পূর্ণ হয়ে যাবে, তাই রাতের বেলা গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাজে পড়বে না। সূর্যে যখন গ্রহণ লাগবে, ভারতে তখন রাত। তাই আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে না বলে গ্রহণের সূতক কালও এখানে কার্যকরী হবে না।

কোথা থেকে এই গ্রহণ দেখা যাবে?

যেহেতু রাতের বেলা হবে গ্রহণ তাই ভারত দেখা যাবে না। তবে ভারত থেকে গ্রহণ দেখা না গেলেও ২ অক্টোবরের গ্রহণ চাক্ষুস করা যাবে দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, অ্যাটলান্টিক মহাসাগর, আর্কটিক, চিলি, পেরু, হনুলুলু, অ্যান্টার্কটিকা, আর্জেন্টিনা, উরুগুয়ে, ফিজি, ব্রাজিল, মেক্সিকো, পেরু থেকে।

Avatar

Koushik Dutta

X