মহম্মদ সামিকে বিশ্বকাপের দলে না রাখার ইঙ্গিত দিয়ে দিলেন নির্বাচকরা

আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা। হাতে একদম সময় নেই। সাড়ে তিন মাস পর অস্ট্রেলিয়ার মাটিতে টিটোয়েন্টি বিশ্বকাপ। এর মধ্যেই দল গঠনের ভাবনা শুরু ভারতীয় নির্বাচকদের। সেই ভাবনায় বাংলার পেসার মহম্মদ সামি নেই বলেই মনে করা হচ্ছে।

প্রথমবার আইপিএল খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটান্স। আইপিএলে গুজরাত টাইটান্সকে জেতানোর পিছনে বড় ভূমিকা নেন সামি। ১৬ ম্যাচে ২০টি উইকেট নেন তিনি। এর পরেই ভারতের টি-টোয়েন্টি দলে শামির ফেরার আশায় ছিলেন সমর্থকেরা। কিন্তু নির্বাচকরা তেমনটা ভাবছেন না বলেই মনে করা হচ্ছে।

আইপিএলে গুজরাট টাইটান্স এর হয়ে ভালো পারফরম্যান্স করলেও টি-টোয়েন্টি ক্রিকেটের দলে আর ফেরানো হচ্ছে না মহম্মদ সামিকে। লাল বলের ক্রিকেটে তিনি নিয়মিত ক্রিকেটার। এছাড়াও ওয়ানডে ক্রিকেটেও নিয়মিত সুযোগ পান তিনি। কিন্তু ভালো পারফরম্যান্স করেও টি-টোয়েন্টি ক্রিকেটে আর সুযোগ দেওয়া হচ্ছে না সামিকে। আয়ারল্যান্ডের মাটিতে তরুণ ভারতীয় দল দাপট দেখিয়েছে। সেই দলে যে পেসাররা খেলেছেন, তাঁদেরই বিশ্বকাপ দলে সুযোগ দেওয়ার ভাবনা নির্বাচকদের। অভিজ্ঞ পেসার হিসাবে যশপ্রীত বুমরার সঙ্গে ভুবনেশ্বর কুমার যেতে পারেন।

Avatar

Koushik Dutta

X