ঘরের মাঠে চূড়ান্ত ব্যর্থ ঋদ্ধি, সামি, একরাশ হতাশা ভক্তদের

মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল সঞ্জু স্যামসন এর রাজস্থান রয়েলস এবং হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস। এই ম্যাচে পুরো স্টেডিয়াম ভর্তি ছিল দর্শকে। আর এই ম্যাচে দর্শক আশার অন্যতম প্রধান কারণ ছিল বাংলার দুই ক্রিকেটার ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ সামি।

এবার আইপিএলের প্লে অফে কেকেআর না উঠতে পারলেও ইডেন গার্ডেনে খেলছিল বাংলার দুই ক্রিকেটার ঋদ্ধিমান এবং সামি। আর এই দুই ক্রিকেটারকে সমর্থন করতেই হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন ইডেন গার্ডেন্সে। তবে এই দুজনেই এইদিন হতাশ করল ভক্তদের।

প্রথমে বল হাতে হতাশ করলেন মহম্মদ সামি। বোলিং করতে এসে প্রথম দুই ওভারেই 30 রান দিয়ে বসে মহম্মদ সামি। যে মহম্মদ সামি নতুন বলে উইকেট নেওয়া নিজের নিত্য দিনের রুটিনে পরিণত করেছিলেন সেই সামি এইদিন বল হাতে একেবারেই ব্যর্থ। মাত্র 4 ওভার বল করে 43 রান দিয়েছেন সামি। অপরদিকে ব্যাট হাতে চূড়ান্ত ফ্লপ ঋদ্ধিমান সাহা। ঋদ্ধির থেকে বড় রান চাইছিলেন সকলে। নির্বাচকদের জবাব দেওয়ার মঞ্চ নিজের চেনা মাঠে পেয়েছিলেন ঋদ্ধি। কিন্তু সে সব কিছু শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যে। বোল্টের বলে ব্যাট হাল্কা ছুঁয়ে সঞ্জু স্যামসনের নিরাপদ হাতে জমা পড়তেই হতাশা শোনা গেল ইডেনের কোনায় কোনায়। মাত্র দু’বল খেলে শূন্য রানে ফিরলেন ঋদ্ধি।

Avatar

Koushik Dutta

X